Parambrata-Geeta: পরমব্রত, গীতার ছবি ‘নোটারি’-র শুটিং শুরু হল
Parambrata-Geeta: 'নোটারি' সিনেমা দিয়ে প্রায় ৬ বছর গীতা বসরা সিনেমায় কামব্যাক করছেন।
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Prambrata Chatterjee) এবং গীতা বসরা (Geeta Basra) তাঁদের আসন্ন সিনেমা ‘নোটারি’-এর (Notary) শুটিং শুরু করেছেন। একটি “অদ্ভুত এবং ব্যঙ্গাত্মক নাটক” হিসাবে ডাব করা সিনেমাটি বৃহস্পতিবার ফ্লোরে এল। এরপর ভোপালে হবে ছবির শুটিং। দুটি ব্যাক-টু-ব্যাক শিডিউলে শুটিং শেষ করা হবে মুম্বইয়ের পরে, এমনটাই জানালেন নির্মাতারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে। ছবিটি পবন ওয়াদেয়ার পরিচালিত ছবি। পরমব্রত একজন অযোগ্য আইনজীবী হিসেবে অভিনয় করছেন। যেখানে তাঁর চরিত্রটিকে নোটারি হিসাবে দেখানো হয়েছে যার সর্বদা সত্য কথা বলার অদম্য অভ্যাস তাঁকে বড় সমস্যায় ফেলে দেয়।
‘নোটারি’ সিনেমা দিয়ে প্রায় ৬ বছর গীতা বসরা সিনেমায় কামব্যাক করছেন। অভিনেত্রী ‘দিল দিয়া হ্যায়’, ‘দ্য ট্রেন’ এবং ‘মিস্টার জো বি. কারভালহো’-এর মতো সিনেমার জন্য সর্বাধিক পরিচিত।তাশা ভাম্বরা, স্পর্শ ক্ষেতারপাল এবং ওয়াদেয়ারের লেখা সিনেমাটিতে আরও অভিনয় করবেন দীলিপ তাহিল, মনোজ জোশী, জরিনা ওয়াহাব, মোহন আগাশে, শিব পন্ডিত, সহর্ষ শুক্লা, অক্ষয় খারোদিয়া, প্রিয়া ব্যানার্জি এবং দর্শণা বণিক। বাউন্ডলেস মিডিয়ার নাতাশা মালপানি ওসওয়াল বলেছেন, “আমি এই অনন্য সিনেমাটির সঙ্গে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। আপনি সিনেমা দেখে বোরোনোর পরেও গল্প এবং হাস্যরস আপনার সঙ্গে থাকবে।”
“আমি শাব্বির এবং পবনের মতো প্রতিভাদের সঙ্গে কাজ করতে পেরেও উত্তেজিত। আমরা সেরা থেকে শেখার এবং বাউন্ডলেস-এ নতুন কণ্ঠকে সমর্থন করতে বিশ্বাস করি। এই ছবিতে পরমব্রমর নতুন অবতারে সঙ্গে আপনাদের পরিচয় করানো জন্য আমি অপেক্ষা করতে পারছি না, ” তিনি যোগ করলেন।’নোটারি’ মুক্তি পাবে ২০২৩ সালে।