Shriya Saran: মা হয়েছেন শ্রিয়া, সন্তানের জন্মের বহু পরে প্রকাশ্যে জানালেন!

Shriya Saran: চলতি বছরের জুন মাস নাগাদ সপরিবার মুম্বই ফেরেন শ্রিয়া। বান্দ্রার থাকতে শুরু করেন। চলতি বছরের শুরুতে তিরুমালা মন্দিরে গিয়ে শিরোনামে এসেছিলেন দম্পতি।

Shriya Saran: মা হয়েছেন শ্রিয়া, সন্তানের জন্মের বহু পরে প্রকাশ্যে জানালেন!
শ্রিয়া শরণ।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 11, 2021 | 8:58 PM

মা হয়েছেন অভিনেত্রী শ্রিয়া শরণ। ২০১৮-এ রাশিয়ান বয়ফ্রেন্ড আন্দেরি কোসচেভকে বিয়ে করেছিলেন শ্রিয়া। চলতি বছরের শুরুর দিকে মা হয়েছেন তিনি। কিন্তু সে খবর এতদিন পরে প্রকাশ্যে নিয়ে এলেন।

শ্রিয়া একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর স্বামী এবং সন্তানকে। তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা পাগলামো করে অসাধারণ ভাবে ২০২০-এর কোয়ারেন্টাই কাটিয়েছি। যখন গোটা পৃথিবী কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, আমাদের পৃথিবীটা একেবারে বদলে গিয়েছিল। নতুন কিছু শেখা, নতুন উত্তেজনায় ভরা ছিল আমাদের পৃথিবী। আমাদের জীবনে পরী এসেছে আশীর্বাদ হয়ে। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’

মালদ্বীপে আন্দেরির সঙ্গে প্রথম আলাপ হয় শ্রিয়ার। তারপর বন্ধুত্ব এবং প্রেম। ২০১৮-এ উদয়পুরে রাজকীয় আয়োজনের মাধ্যমে বিয়ে করেন তাঁরা। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা। ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে মনোজ বাজপেয়ী এবং শাবানা আজমি এই দু’জনকে নিমন্ত্রিত হিসেবে দেখা গিয়েছিল শ্রিয়ার বিয়েতে।


চলতি বছরের জুন মাস নাগাদ সপরিবার মুম্বই ফেরেন শ্রিয়া। বান্দ্রার থাকতে শুরু করেন। চলতি বছরের শুরুতে তিরুমালা মন্দিরে গিয়ে শিরোনামে এসেছিলেন দম্পতি। কিন্তু তখনও সন্তানের কথা প্রকাশ্যে জানাননি। আন্দেরি পেশায় একজন ব্যবসায়ী এবং টেনিস খেলেন। অর্গানিক খাবারের রেস্তোরাঁ রয়েছে তাঁর। বেস্ট ইয়ং অন্ত্রোপ্রোনর অ্যাওয়ার্ড ২০১৫ পেয়েছিলেন তিনি।

আপাতত শ্রিয়ার প্রায়োরিটি সন্তান এবং সংসার। সন্তানের সব কাজ একা হাতে সামলান তিনি। তার বড় হওয়ার কোনও মুহর্ত মিস করতে চান না। সন্তান একটু বড় হলে ফের কাজে ফিরবেন তিনি। কিন্তু কতদিনের ব্রেক নিয়েছেন, তা এখনই খোলসা করতে চাননি অভিনেত্রী।

আরও পড়ুন, Durga Puja 2021: পুজোর জামা হিসেবে সব শীতের জামা কিনেছি: সঙ্ঘমিত্রা তালুকদার