অকালে ভাইকে হারিয়েছেন তিনি। ভাইয়ের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি। হয়তো আজীবন এই স্মৃতি বয়ে বেড়াতে হবে তাঁকে। ফের অকালে আরও এক অভিনেতার মৃত্যু তাঁকে যেন ফের ভাইয়ের স্মৃতি মনে করিয়ে দিল। তিনি অর্থাৎ শ্বেতা সিং। সম্পর্কে যিনি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দিদি। গতকাল ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতা সিদ্ধার্থ শুক্লর আচমকা প্রয়াণ ফের স্তব্ধ করে দিয়েছে শ্বেতাকে।
সিদ্ধার্থর প্রয়াণে ভার্চুয়ালি শ্রদ্ধা জানিয়েছেন শ্বেতা। অভিনেতার ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমাকে মিস করব সিদ্ধার্থ। আশা করি তোমার আত্মা শান্তিতে বিশ্রাম নিতে পারবেন। আমি ভাবি, ঈশ্বর ভাল মানুষদেরই আগে ডেকে নেন।’
সিদ্ধার্থ এবং সুশান্ত দুজনেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ ছিলেন। সুশান্তের মৃত্যু তদন্ত এখনও আদালতের বিচারাধীন। অন্যদিকে সিদ্ধার্থর শেষ যাত্রায় কান্নায় ভেঙে পড়েছেন তাঁর অনুরাগীরা। এত অল্প বয়সে কোন শারীরিক অসুস্থতার কারণে সিদ্ধার্থর প্রয়াণ হল তা নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মৃত অবস্থাতেই সিদ্ধার্থকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
ওশিয়াড়ার শ্মশানে বিলীন হয়ে যাবে সিদ্ধার্থ শুক্লার নশ্বর দেহ। তাঁকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন শেহনাজ গিল। চোখে মুখে ক্লান্তির ছাপ, মুখ মাস্কে ঢাকা। চুল আলুথালু। শেহনাজ গিল মানেই তো একগুচ্ছ মুক্ত বাতাস। তাঁর এই অবস্থা মেনে নিতে পারছেন না সিদ্ধার্থ-শেহনাজের ভক্তরাও। শেহনাজ শোক কাটিয়ে স্বাভাবিক হন, তিনি সুস্থ থাকুন, এই প্রার্থনাই করছেন তাঁরা।
You will be missed Siddharth, gone too soon. Hope your soul rests in peace. I wonder, why God calls all the good ones early! ??? pic.twitter.com/ADL11mE1ul
— Shweta Singh Kirti (@shwetasinghkirt) September 2, 2021
শেহনাজ যে একেবারেই ভাল নেই সে কথা বৃহস্পতিবারই জানিয়েছিল তাঁর পরিবার। প্রথমে শোনা গিয়েছিল সিদ্ধার্থের খবর শোনা মাত্রই শুট বন্ধ করে হাসপাতালে ছুটে যান শেহনাজ। যদিও পরে বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করে শেহনাজের কোলে মাথা দিয়েই নাকি মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন সিদ্ধার্থ। অভিনেতা ঘনিষ্ঠ বেশ কিছু জন জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফেরেন সিদ্ধার্থ। শরীর ভাল লাগছিল না তাঁর। তাঁর মা ও শেহনাজ দুজনেই সে সময় বাড়িতেই ছিলেন। প্রথমে লেবুর জল ও পরে সিদ্ধার্থকে আইসক্রিম খেতে দেন তাঁরা। কিন্তু তা কাজে লাগে না। অস্বস্তি বাড়তে থাকে ক্রমশ। এর পর শেহনাজ ও তাঁর মা তাঁকে আরাম করতে বলেন। কিন্তু ঘুম আসছিল না কিছুতেই। শেহনাজকে পাশে থাকতে বলেন সিড। পিঠে হাত বুলিয়ে দিতে বলেন। শেহনাজ তাই করতে থাকেন। শেহনাজের কোলে মাথা দিয়েই ঘুমিয়ে পড়েন সিদ্ধার্থ, সূত্র বলছে তেমনটাই। ঘুমিয়ে পড়েন শেহনাজও। পর দিন সাতটা নাগাদ ঘুম থেকে উঠে শেহনাজ দেখেন ঠিক একই রকম ভাবে ‘ঘুমিয়ে’ আছেন সিদ্ধার্থ। তিনি ডাকতেই বুঝতে পারেন, সিদ্ধার্থ সাড়া দিচ্ছেন না। ভয় পেয়ে পরিবারের বাকিদের ডাকতে ছুটে যান তিনি। ফোন করা হয় পারিবারি ডাক্তারকেও। তিনি এসেই বুঝতে পারেন সিদ্ধার্থ নেই। নিয়ে যাওয়া হয় কুপার হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
বিগ বস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। দিন কয়েক আগে একসঙ্গে মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন তাঁরা। তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখবার ইচ্ছে ছিল ভক্তদের। সেই ইচ্ছে যদিও আর পূরণ হল না।
‘বিগ বস ১৩’-র বিজেতা হওয়ার আগে থেকেই ইন্ডাস্ট্রিতে সিদ্ধার্থর পরিচিতি ছিল। ওই রিয়ালিটি শোয়ে জয়লাভের পর তিনি আরও জনপ্রিয় হন। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। একতা কাপুরের শো ‘ব্রোকেন বাট বিউটিপুল ৩’- সিদ্ধার্থর শেষ কাজ। ওই শোয়ে সিদ্ধার্থর চরিত্রের নাম ছিল অগস্ত্য। ‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে সিদ্ধার্থর অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো শোতেও অংশ নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন, যিশু জ্যেঠু না থাকলে আজ হয়তো আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতাম: অরিত্র দত্ত বণিক