Sidharth-Kiara: সিদ্ধার্থ-কিয়ারা ধরা পড়লেন একসঙ্গে পাপারাৎজ়িদের ক্যামেরায়, কোথায় তাঁদের গন্তব্য

Sidharth-Kiara: কফি উইথ করণ ৭-এ ভিকি কৌশলের সঙ্গে এসেছিলেন সিদ্ধার্থ। সেখানে করণ তাঁকে কিয়ারার তাঁদের সম্পর্ক স্বীকার করার একটি ভিডিয়ো দেখানো হয়েছিল।

Sidharth-Kiara: সিদ্ধার্থ-কিয়ারা ধরা পড়লেন একসঙ্গে পাপারাৎজ়িদের ক্যামেরায়, কোথায় তাঁদের গন্তব্য
পাপারাৎজ়িদের ক্যামেরায় লেন্সবন্দি সিদ্ধার্থ-কিয়ারা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2022 | 6:37 PM

সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani) ধরা পড়লেন পাপারৎজ়িদের ক্যামেরায়। কফি উইথ করণ সিজিন ৭-এ করণ জোহরের (Karan Johar) প্রশ্নের মুখে সিদ্ধার্থ তাঁর এবং কিয়ারার সম্পর্ক মেনে নেন। তারপরই তাঁদের একসঙ্গে দেখা গেল। কোথায় দেখা গেল? করণ জোহরের অফিসের বাইরে। সিদ্ধার্থ একটি লাল জ্যাকেট এবং কালো প্যান্ট পরে ছিলেন, অন্যদিকে কিয়ারার পরনে ছিল একটি সাদা টপ এবং নীল ডেনিম। প্রচন্ড বৃষ্টি হওয়ায় দুজনে একসঙ্গে গাড়িতে করে চলে গেলেন। সিদ্ধার্থকে পাপারাৎজ়িদের উদ্দেশ্যে ইশারা করতেও দেখা যায়, যাতে তাঁরা গাড়ির সামনে না আসেন।

করণের খারে অফিসের বাইরে সিদ্ধার্থ এবং কিয়ারাকে একসঙ্গে দেখে আবার তাঁদের নতুন কোনও ছবিতে অভিনয় করতে পারেন সেই নিয়ে জল্পনা শুরু বি-টাউনে। এর আরও একটি কারণ করণের অফিসে ছিলেন পরিচালক শশাঙ্ক খৈতানও। বরুণ ধাওয়ান-আলিয়া ভাট অভিনীত “বদ্রিনাথ কি দুলহানিয়া’ এবং জাহ্নবী কাপুর, ইশান খট্টর (দুই জনের ডেবিউ ছবি) অভিনীত‘ধড়ক’ ছবি পরিচালনা করেছেন শশাঙ্ক।

করণের অফিসের বাইরে সিদ্ধার্থ-কিয়ারা

সিদ্ধার্থ যতোই ইশারা করুন, ইনস্টাগ্রামে একজন পাপারাৎজ়ির অ্যাকাউন্ট থেকে সিদ্ধার্থ এবং কিয়ারার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেই পোস্ট দেখে দুজনের ভক্তরা তাঁদের ভালবাসা বর্ষণ করেছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, “তাঁরা একে অপরের জন্য তৈরি।” আরেকজন বললেন, “দুজনকেই একসঙ্গে ভাল লাগছে..!” আরও একজন ভক্ত লিখেছেন, “ওআউউউউউউউউ।”

সিদ্ধার্থ এবং কিয়ারা সম্প্রতি তাঁদের প্রথম সিনেমা ‘শেরশাহ’ প্রথম বার্ষিকী উদযাপন করেছেন। গত বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই ছবি হিট হয়েছিল। সিদ্ধার্থ   ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। কিয়ারা ছবিতে তাঁর বাগদত্তা ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করেন। ছবিতে তাঁদের রসায়ন বেশ প্রশংসা কুড়িয়েছে। সঙ্গে তাঁদের সম্পর্কের গুঞ্জনও।

কফি উইথ করণ ৭-এ ভিকি কৌশলের সঙ্গে এসেছিলেন সিদ্ধার্থ। সেখানে করণ তাঁকে কিয়ারার তাঁদের সম্পর্ক স্বীকার করার একটি ভিডিয়ো দেখানো হয়েছিল। যেখানে কিয়ারা তাঁর সঙ্গে বন্ধুত্বের চেয়ে বেশি সম্পর্ক আছে বলে জানিয়েছিলেন। ভিডিয়ো দেখিয়ে করণ যখন তাঁদের বিয়ের সাক্ষী হতে প্রস্তুত তা নিয়ে তাঁর উত্তেজনা ভাগ করে নেন, সিদ্ধার্থ তখন বলেছিলেন, “আপনি প্রস্তুত! আসুন আমরাও…।” কিয়ারার সঙ্গে তাঁর সম্পর্ক নিশ্চিত করে অবশেষে তিনি বলেন, “করণ, দেখা যাক। আমরা চাই সবাই কাজ করতে এবং একটি সুখী ভবিষ্যৎ ও জীবন পেতে। আমাদের আপনার আশীর্বাদ আছে জেনে ভাল লাগলো।”