বৃষ্টি ভেজা লাল পোশাকে সোনালী আজও স্বপ্নের নারী!
২২ বছর আগে ফিরে গেলেন সোনালী বেন্দ্রে। হাতড়ালেন স্মৃতি।
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ছবি ‘সারফরোশ’। ২২ বছর হয়ে গিয়েছে। ছবিতে অভিনয় করেছিলেন সোনালী বেন্দ্রে। এবার সেই ২২ বছর আগে ফিরে গেলেন সোনালী। হাতড়ালেন স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবির গানের একটি স্টিল। গানটি আজও সকলের মনে আছে – ‘জো হাল দিল কা’। আর মনে আছে লাস্যময়ী সোনালীকেও।
View this post on Instagram
লাল রঙের অফ-শোল্ডার আউটফিটে সোনালী যেন বোল্ড অ্যান্ড বিউটিফুল। সঙ্গে এলোমেলো খোলা ভেজা চুল। ছবিটি পোস্ট করে সোনালী ক্যাপশনে লিখেছেন, ‘এক বৃষ্টিবাদল দিনে লাল রঙের ঝলক’।
‘সারফারোশ’ ছবিতে সোনালী ও আমির মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন। ছবি পোস্ট করতেই ভেসে আসে কমেন্টের বন্যা। কমেন্ট করেছেন আয়ুষ্মান খুরানাও। লিখেছেন, “সেরা গান”। সেই সঙ্গে দিয়েছেন আগুনের ইমোজি। কিছু বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সোনালী। চিকিৎসার পর এখন তিনি সম্পূর্ণ সুস্থ। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর ফ্যানরাও তাঁর পোস্টের জন্য অপেক্ষা থাকে।
আরও পড়ুন: বিদ্যুৎ জামওয়াল প্রযোজিত প্রথম ছবি থ্রিলার ধর্মী; বিষয় ৭১-এর যুদ্ধ!