মা হচ্ছেন সোনম কাপুর। সোমবার দুপুরেই এই খবর নিজেই জানিয়েছেন তিনি। সঙ্গে শেয়ার করেছেন বেবিবাম্পের ছবি। আর এক হৃদয়স্পর্শী ক্যাপশন। সাদা কালো ছবির ভিড়, তবে তাঁদের জীবন এখন রঙিন।
সোনম লিখেছেন, “চারটে হাত, তোমায় বড় করে তোলার জন্য রয়েছে। দুটো হৃদয় তোমায় সঙ্গে স্পন্দিত হবে। তোমাকে স্বাগত জানাবার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” খুশির খবর শেয়ার করা মাত্রই সোনমের কমেন্ট সেকশন জুড়ে শুধুই ভালবাসা। রণবীর কাপুর থেকে শুরু করে দিয়া মির্জা, করিনা কাপুর… সবাই জানিয়েছেন শুভেচ্ছা। করিনা তো আবার অপেক্ষা করছেন সোনমের সন্তান কবে তাঁর দুই সন্তানের সঙ্গে খেলাধুলোয় মাতবে। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন গুণছেন আনন্দ-সোনম।
২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে বিয়ে হয় সোনমের। বিয়ের পর থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে বহুবার। গত বছর অগস্ট মাসে বিয়ে হয় সোনমের বোন রিয়ার। সে সময়ও তাঁর মা হওয়ার গুঞ্জন রটে। গুঞ্জন এতটাই তীব্র হয় যে পিরিয়ডের প্রথম দিনে কী খাচ্ছেন তা ছবি দিয়ে পোস্ট করে সোনমকে প্রমাণ করতে হয় তিনি মা হচ্ছেন না। তবে এবার আর গুঞ্জন নয়। খবর সত্যি। এ বছরই মা হবেন সোনম।
কেরিয়ারে এই মুহূর্তে কিছুটা ব্রেক দিয়েছেন অভিনেত্রী। তাঁকে শেষ দেখা গিয়েছে ২০১৯ সালে দ্য জোয়া ফ্যাক্টর ছবিতে। এর পর যদিও ২০২০ সালে অনুরাগ কাশ্যপ ও অনিল কাপুরের এক শো-এ তাঁকে কেমিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে পুরোদস্তুর অভিনয় থেকে তিনি বেশ খানিকটা দূরেই। এই মুহূর্তে সেই সিদ্ধান্তই বহাল রাখবেন তিনি। সন্তান বড় হওয়ার পর আবারও কামব্যাক করেন কিনা তা একেবারেই তাঁর নিজস্ব সিদ্ধান্ত।
আরও পড়ুন- পার্টি থেকে ফেরার পথেই ঘটল চরম অঘটন, মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেত্রীর