১৪ জুন, ২০২০। মুম্বইয়ে বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। সুশান্ত মৃত্যু মামলা এখনও চলছে। এতদন খালি ছিল সেই অ্যাপার্টমেন্ট। ফের ওই ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে বলে খবর।
সূত্রের খবর, ২০১৯-এর ডিসেম্বর থেকে বান্দ্রায় ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেন সুশান্ত। সমুদ্রের ধারে ওই অ্যাপার্টমেন্টে মাসিক চার লক্ষ ৫০ হাজার টাকা ভাড়া দিতেন সুশান্ত। এ বার ওই ফ্ল্যাটে যিনি ভাড়া নেবেন, তাঁকে নাকি মাসিক চার লক্ষ টাকা ভাড়া দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বান্দ্রা এলাকার এক সেলেব ব্রোকার সাংবাদিকদের জানান, এতদিন ওই ফ্ল্যাটে খালি থাকার পর ফের ভাড়া দেওয়ার কথা ভেবেছেন মালিক। কিন্তু প্যানডেমিকের কারণে এখনও ওই ফ্ল্যাটের ভাড়াটে পাওয়া যায়নি। তবে ফ্ল্যাটের লোকেশন এত ভাল, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে, তাই দেরিতে হলেও ওই ফ্ল্যাটে নতুন ভাড়াটে পেয়ে যাবেন বলে আশাবাদী তিনি।
জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে সুশান্তের ব্যবহৃত কোনও জিনিস আর নেই। সব কিছু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে বেশ কয়েকবার ওই ফ্ল্যাটে গিয়েছিলেন পুলিশ কর্তারা। পুনরায় ভাড়া দেওয়া যেতে পারে, সেই অনুমতিও প্রাথমিক ভাবে পাওয়া গিয়েছে। তবে সুশান্তের ঘটনার পর ফের ওই ফ্ল্যাটে নতুন ভাড়াটে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বলিউডের অন্দরেই।
আরও পড়ুন, রক্তমাখা ছবিতে পুরনো কোন স্মৃতি উস্কে দিলেন ববি দেওল?