Sushant Singh Rajput: বেডরুমেই মিলেছিল ঝুলন্ত দেহ, আড়াই বছর ধরে খাঁ খাঁ করছে সুশান্তের ফ্ল্যাট

Sushant Singh Rajput:জানা যাচ্ছে, সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ যেহেতু ওই ফ্ল্যাট থেকেই আবিষ্কার হয়েছিল তাই অনেকেই সেই ফ্ল্যাটে থাকার ইচ্ছে প্রকাশ করেও শেষ মুহূর্তে সরে আসছেন।

Sushant Singh Rajput: বেডরুমেই মিলেছিল ঝুলন্ত দেহ, আড়াই বছর ধরে খাঁ খাঁ করছে সুশান্তের ফ্ল্যাট
খাঁ খাঁ করছে সুশান্তের ফ্ল্যাট
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2022 | 3:19 PM

আড়াই বছর কেটে গিয়েছে। এখনও ভাড়াটে মেলেনি সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটের। বা বলা ভাল, মৃত্যুর শেষ দিন পর্যন্ত যে ফ্ল্যাটে সুশান্ত ভাড়া থাকতেন সেই ফ্ল্যাটের। ওদিকে ফ্ল্যাট মালিকও নিজের সিদ্ধান্তে অনড়। ফিল্মস্টারদের তিনি আর ভাড়া দেবেনই না। সব মিলিয়ে বড়ই বেকায়দায় পড়েছেন ফ্ল্যাটটি বিক্রি করার দায়িত্ব যার উপর পড়েছে সেই ব্যক্তি রফিক মার্চেন্টের। কত টাকায় ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার কথা ভেবেছেন বাড়ির মালিক জানেন? মাস প্রতি দিতে হবে ৫ লক্ষ টাকা। বাড়ির ব্রোকার জানিয়েছেন, বাড়ির মালিক বিদেশে থাকেন। কর্পোরেট সংস্থায় চাকরি করেন এমন কাউকেই ভাড়া দিতে চান সেই ব্যক্তি। অন্যদিকে ফ্ল্যাটের দাম কমাতেও তিনি এতটুকু রাজি নন। বাড়ি দেখতে যে কেউ আসছেন না এমনটা নয়, পছন্দও হচ্ছে, কিন্তু অত দাম শুনে কেউ রাজি হচ্ছেন না।

জানা যাচ্ছে, সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ যেহেতু ওই ফ্ল্যাট থেকেই আবিষ্কার হয়েছিল তাই অনেকেই সেই ফ্ল্যাটে থাকার ইচ্ছে প্রকাশ করেও শেষ মুহূর্তে সরে আসছেন। সব মিলিয়ে আড়াই বছর ধরে সুশান্ত স্মৃতি সঙ্গে নিয়ে নিঃসঙ্গ আরব সাগরের তীরে দাঁড়িয়ে ওই ফ্ল্যাট।

২০২০ সালের ১৪ জুন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়ে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে। আত্মহত্যা না খুন… সেই রহস্যের এখনও কিনারা হয়নি। তবে তাঁর রহস্য মৃত্যু বলিউডের দিকে আঙুল তোলে সরাসরি। নেপোটিজ়মের আঙুল উঠেছিল একাধিক পরিচালক, প্রযোজক ও প্রযোজনা সংস্থার দিকেও। উঠে আসে অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নামও। এনসিবিআই, সিবিআই, ইডি– সুশান্ত কাণ্ডে হস্তক্ষেপ করেন এই তিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অথচ প্রায় দু’বছর কেটে গেলেও তাঁর মৃত্যু রহস্যের কিনারা আজও হয়নি। রিয়া চক্রবর্তী মাদক সেবনের অপরাধে জেল খাটলেও তাঁর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণা দেওয়ার যে গুরুতর অভিযোগ উঠেছিল তা এখনও প্রমাণিত হয়নি। সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতাও সম্প্রতি বিয়ে করেছেন। এই সব আছের মধ্যেই শুধু নেই সুশান্ত। তাঁর মৃত্যু আজও এক রহস্যই।