আজ (২১.০১.২০২২) প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ৩৬তম জন্মদিন। তাঁর জন্মদিনে দিদি শ্বেতা একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে ফুটে উঠেছে অভিনেতার কিছু অমূল্য স্মৃতি। অভিনেতার টেবিল টেনিস খেলার স্মৃতি থেকে শুরু করে সেটে অভিনয়ের কিছু মুহূর্ত। ভিডিয়োতে অভিনেতার জীবন সম্পর্কে অনেককিছু ব্যক্ত করা হয়েছে।
সুশান্ত তাঁর দিদিদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ভাইকে হারিয়ে জীবন শূন্য হয়ে গিয়েছে তাঁগের। নিজের ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন দিদি শ্বেতা। কথা দিয়েছেন, ভাই সুশান্তের অপূর্ণ স্বপ্নকে পূরণ করবেন। পোস্টে তিনি লিখেছেন, “আমার ঈশ্বর, কী সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ভিডিয়োটি। জন্মদিনে অনেক শুভেচ্ছা ভাই। আমরা তোমার সব স্বপ্ন পূরণ করতে চেষ্টা করব। তোমার লেগাসিকে শেষ হতে দেব না কিছুতেই। প্রো টিমকে অনেক ধন্যবাদ। তোমরা দারুণ কাজ করেছ। #সুশান্ত ডে।”
জন্মদিনের আগে সুশান্তের দিদি প্রিয়াঙ্কাও জানিয়েছিলেন, তাঁর নিজের বায়োপিকে সুশান্ত নিজেই নিজের চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এক সময়। প্রিয়াঙ্কা জানিয়ে দিয়েছেন, সুশান্তের জীবনের উপর কোনও ছবি তৈরি হবে না। তিনি লিখেছেন, “আমি বিশ্বাস করি সুশান্তের উপর কোনও ছবি তৈরি হওয়া উচিত নয়। তাঁর মৃত্যুর এখনও সঠিক বিচার হয়নি। আমি আমার ভাইকে কথা দিয়েছি। আমরা বিশ্বাস করি না এমন কোনও অভিনেতা আছে, যে সুশান্তের মতো সুপুরষ, শিশুমনা ও দৃঢ়চেতা। আমাদের এটাও মনে হয় এই ইন্ডাস্ট্রির কারও হিম্মত নেই সুশান্তের গল্পটা সৎ ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবে।”
আরও পড়ুন: Sushant Singh Rajput-Rhea Chakraborty: ‘তোমাকে মিস করি’, সুশান্তের উদ্দেশে রিয়ার পোস্ট