AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taapsee Pannu: কবে করছেন বিয়ে? অবশেষে মুখ খুললেন তাপসী পান্নু

সম্প্রতি একটি নিউজ পোর্টালের সঙ্গে কথা বলেন তাপসী। তিনি বলেন যে তাঁর বাবা-মার অমতে তিনি কাউকেই বিয়ে করতে পারবেন না।

Taapsee Pannu: কবে করছেন বিয়ে? অবশেষে মুখ খুললেন তাপসী পান্নু
মিতালী রাজের বায়োপিক পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া।
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 12:55 PM
Share

তাপসী পান্নু বর্তমান সময়ের অন্যতম সৎ এবং একজন স্পষ্টবাদী অভিনেত্রী। তিনি প্রায়শই তাঁর মনের যাবতীয়  কথা প্রকাশ্যে বলেন। তিনি তাঁর অনুভূতি, ভাবনা কিংবা নিজস্ব মতামত গোপন করেন না। ‘থপ্পড়’অভিনেত্রী ব্যাডমিন্টন প্লেয়ার-কোচ ম্যাথিয়াস বোয়ের সঙ্গে ডেটিং পর্বে রয়েছেন। কিন্তু এখনও তাপসী তাঁর বিয়ের বিষয়ে কিছু নিশ্চিত করেননি।

সম্প্রতি একটি নিউজ পোর্টালের সঙ্গে কথা বলেন তাপসী। তিনি বলেন যে তাঁর বাবা-মার অমতে তিনি কাউকেই বিয়ে করতে পারবেন না। তিনি আরও বলেন যে যাঁকেই তিনি ডেট করেছেন, তাঁদেরকে বিয়ে করার কথা ভেবৈেছিলেনম অভিনেত্রী। তিনি সবসময় সিরিয়াস সম্পর্কের মধ্যে ছিলেন এবং এমন মান।দের ডেক করেছেন যাঁদের সঙ্গে তিনি নিজের ভবিষ্যত দেখতে পারেন। অভিনেত্রীর কাছে এক বছরে পাঁচ থেকে ছ’টি ছবি রয়েছে এবং তাদের গুরুত্ব তার কাছে প্রথমে রয়েছে।

View this post on Instagram

A post shared by Mathias Boe (@mathias.boe)

অভিনেত্রী এও বলেন যে তাঁর বাবা-মা তাকে বিয়ে নিয়ে উদ্বিগ্ন এবং তাঁদের ধারণা এটাও যে তিনি সম্ভবত বিয়েই করবে না।

অভিনেত্রী একবার এক প্রতিবদনে বলেন যে বর্তমানে তিনি কাজের দিকে মন দিতে চান। যখন তিনি তাঁর জীবনে আরও কিছু অর্জন করবেন, তখনই তিনি সেটল করার বিষয়ে, কাজ কমিয়ে ফেলে, তাঁর ব্যক্তিগত জীবনে মন এবং সময় দেওয়ার বিষয়ে ভাববেন। তাপসীর একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তাঁর ঝুলিতে রয়েছে ‘লুপ লাপেটা’, ‘শাবাশ মিঠু’, ‘রশ্মি রকেট’, ‘দোবারা’, একটি দক্ষিণী ছবি এবং একটি সাই-ফাই ড্রামা।

আরও পড়ুন Sanya Malhotra: নিঁখোজ হয়ে যেতে পারেন সানিয়া! তদন্তে নামবেন ‘পুলিশ’ রাজকুমার