Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir-Shraddha: রণবীর, শ্রদ্ধার প্রথম একসঙ্গের ছবির নাম সামনে আসতেই দেখা গেল নেটিজ়েনদের অনুমানই ঠিক

Ranbir-Shraddha: মজাদার টিজার থেকে ভক্তরা তাঁদের অদ্ভুত চরিত্রগুলির প্রথম আভাসও পেলেন। লভ রঞ্জন প্রথমবার রণবীর-শ্রদ্ধাকে জুটি হিসেবে পর্দায় নিয়ে এলেন।

Ranbir-Shraddha: রণবীর, শ্রদ্ধার প্রথম একসঙ্গের ছবির নাম সামনে আসতেই দেখা গেল নেটিজ়েনদের অনুমানই ঠিক
রণবীর-শ্রদ্ধার প্রথম ছবির নাম সামনে এল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2022 | 7:05 PM

অবশেষে লভ রঞ্জন (Luv Ranjan) পরিচালিত ছবির নাম সামনে এল। রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) অভিনীত ছবির নাম কী হবে তা নিয়ে অনেক দিন ধরেই চলছিল জল্পনা। কারণ পুরো ছবির শুটিং হয়েছে বিনা নামকরণেই। ছবির সেট থেকে ভাইরাল হয়েছে শুটিংয়ের দৃশ্য। কিন্তু লভ রঞ্জন ছবির নাম কী হবে তা জানাননি। গতকাল শ্রদ্ধা তাঁর সোশ্যাল মিডিয়াতে একটি টিজার পোস্টার পোস্ট করেন। যেখানে পোস্টারে রণবীর, শ্রদ্ধা নাম সহ লেখা ছিল TJMM। তিনি পোস্টের সঙ্গে একটি ক্যাপশন দেন, ‘এবং ছবির শিরোনাম হল…..অনুমান করো??’ সঙ্গে আজ অর্থাৎ ১৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবির নাম, এও লেখা ছিল। ছবির নাম অনুমান করতে বলা হয়েছিল, তাতে রণবীর ঘরণী আলিয়া ভাটও অংশ নিয়েছিলেন। অনুরাগী, নেটিজ়েনদের সঙ্গে তিনিও নিজের অনুমান করা নাম টিঙ্গল জিঙ্গল মিঙ্গল মিঙ্গলনিজের ইনস্টাস্টোরিতে দিয়েছিলেন চওড়া হাসির ইমোজি দিয়ে।

আজ কথা মতো সামনে এসেছে ছবির নাম– ‘তু ঝুটি ম্যায়ঁ মক্কার। শ্রদ্ধা তাঁর ইনস্টাগ্রামে ছবির নামসহ একটি টিজার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এবং দ্য শিরোনাম হল….অবশেষে রইল, দেখা।টিজারে লভ রঞ্জনের আগের ছবির নামগুলো ছিল। যেমনটা অনুমান করা হয়েছিল, পরিচালকের রমকম সিরিজেরই একটি ছবি হতে চলেছে তু ঝুটি ম্যায়ঁ মক্কার। যার ইঙ্গিত অবশ্য সৌদি আরবে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আলাপচারিতায় অংশ নিয়ে স্বয়ং বলেন রণবীর। তাঁর বয়স বাড়ছে। হয়তো এটাই তাঁর শেষ রোম্যান্টিক কমেডি ছবি হতে চলেছে। আর ছবির পোস্টারের রং দেখে নেটিজ়েনরা আন্দাজ করেছিলেন অজয় দেবগন, টাব্বু, রকুলপ্রীত অভিনীত দে দে প্যায়ার দে‘, কার্তিক আরিয়ান অভিনীত ছবি প্যায়ার কা পঞ্চনামাঘরাণার ছবি হতে চলেছে লভ রঞ্জনের নতুন ছবি।

শ্রদ্ধার শেয়ার করা টিজার সকলের অনুমানকেই সত্যি করল। ছবির রঙিন এবং মজাদার টিজার থেকে ভক্তরা তাঁদের অদ্ভুত চরিত্রগুলির প্রথম আভাসও পেলেন। লভ রঞ্জন প্রথমবার রণবীরশ্রদ্ধাকে জুটি হিসেবে পর্দায় নিয়ে এলেন। দুইজনের বাবা ঋষি এবং শক্তি কাপুর একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছিলেন। এবার প্রথমবার তাঁরা আসছেন। তাঁদের অফস্ক্রিন রসায়ন দেখতে দর্শক মুখিয়ে রয়েছেন। শ্রদ্ধা আর একটি পোস্টারও শেয়ার করেছেন, যেখানে ক্যাপশনে ছবির নাম সহ লেখা, ‘নৌটঙ্কি>কাপলস গোল’। 

 

২০২৩ সালে দোলের সময় অর্থাৎ ৮ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে তু ঝুটি ম্যায়ঁ মক্কার। কোভিড এবং সেটে একটি দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের কারণে একাধিক দেরির মুখোমুখি হয়েছিল ছবির কাজ। যা প্রযোজকদের জন্য বিশাল ক্ষতির কারণও হয়েছিল। যেহেতু সেট আগুনে সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছিল, এর মাঝে রণবীর সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেলছবির কাজ করার জন্য তাঁর শুটিংয়ের সময়সূচী পরিবর্তন করেছিলেন। তার মধ্যে রণবীর বিয়ে করেন, মেয়ে রাহা আসে তাঁর জীবনে। এবার সামনের বছর পুরো দমে চলবে শুটিং থেকে ছবি মুক্তির জন্য প্রচারের কাজ রণবীরের।