Sequel Of Brahmastra-‘Deva’: ‘ব্রহ্মাস্ত্র:পার্ট ২: দেবা’, কে করবেন সেই চরিত্র, জল্পনা শুরু

Sequel Of Brahmastra-‘Deva': প্রথম থেকেই জানা ছিল, এই ছবির সিক্যুয়েল হবে। কথা মতো ছবির শেষে পরবর্তী পার্টের ইঙ্গিত রইল।

Sequel Of Brahmastra-‘Deva': ‘ব্রহ্মাস্ত্র:পার্ট ২: দেবা’, কে করবেন সেই চরিত্র, জল্পনা শুরু
‘ব্রহ্মাস্ত্র- পার্ট ২: দেবা’ ছবিতে কে হবেন দেবা?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 09, 2022 | 9:50 PM

অয়ন মুখোপাধ্যায়ের পরিচালিত বহু প্রতীক্ষীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে। প্রথম থেকেই জানা ছিল, এই ছবির সিক্যুয়েল হবে। কথা মতো ছবির শেষে পরবর্তী পার্টের ইঙ্গিত রইল। ‘ব্রহ্মাস্ত্র- পার্ট ২: দেবা’ এই শীর্ষক ছবি আসবে, যেখানে শিবার বাবা হচ্ছে দেবা। মা অমৃতা। দেবা-অমৃতার গল্প নিয়ে হবে দ্বিতীয় পার্ট। এবার দেবা চরিত্র কোন অভিনেতা করবেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা নেটিজ়েনদের মধ্যে। প্রথম ছবিতে এই চরিত্রকে পিছন থেকে দেখানো হয়েছে। যেখানে লম্বা চুল, সিক্স প্যাক অ্যাবে পাওয়া গিয়েছে শিবার বাবা দেবাকে। যা দেখে অনেকের মনে হতে পারে পাঠানের শাহরুখ খানের লুককে ব্যবহার করেছেন পরিচালক অয়ন।

তবে সত্যি কে অভিনয় করবেন তা নিয়ে এই মুহূর্তে দুটো নাম ঘুরছে বি-টাউনে। এক হৃত্বিক রোশন, দুই রণবীর সিং। হৃত্বিকের থেকে একটু হলেও এগিয়ে রয়েছেন রণবীর এই চরিত্রটির জন্য। কেন? আসলে এর আগে ‘পদ্মাবত’ ছবিতে রণবীরকেও এমন লম্বা চুল, পেটানো চেহারায় পাওয়া গিয়েছিল। তার উপর ইতিমধ্যেই সূত্রের খবর রয়েছে দীপিকা পাড়ুকোণকে ব্রহ্মাস্ত্র পার্ট ২-এর জন্য সাইন করিয়েছেন পরিচালক-প্রযোজক। যদি সত্যি তাই হয়, তাহলে রণবীর-দীপিকা জুটি হিসেব আসতে পারে ছবিতে অগ্নি আর জলাস্ত্র রূপে। হ্যাঁ, ছবিতে অগ্নি আর জলের মধ্যে ভালবাসার সম্পর্ক, যার ফলে শিবার জন্ম। এমনই কাহিনি ছবির প্রথম ভাগে জানানো হয়েছে। এবার সেই ভালবাসা কীভাবে কেন সংঘাতে পরিণত হল সেই গল্প শোনাবে অয়নের ‘ব্রহ্মাস্ত্র- পার্ট ২: দেবা’ ছবি।

প্রথম ছবিতে ব্রহ্মাস্ত্রের দুই রক্ষক মারা গেলেও অগ্নি অস্ত্ররূপে রণবীর, তাঁর প্রেমিকা ইশা রূপী আলিয়া ভাট, গুরু অমিতাভ বচ্চন বেঁচে রয়েছেন। পরের পার্টে নিশ্চয়ই তাঁরা থাকবেন আশা করা যায়। দেবার অনুরাগী রূপে ছবিতে ছিলেন মৌনি রায়। দ্বিতীয় পার্টে কোন কোন নতুন চরিত্র আসবে তা জানতে আগ্রহী এবার দর্শক।