Frustrated Bollywood Actress: বলিউড ছেড়ে পালাতে চেয়েছিলেন ক্যাটরিনা; অভিনেত্রীর তিক্ত অভিজ্ঞতা প্রকাশ্যে
Inside Scene of Bollywood: অভিনেত্রীর নাম ক্যাটরিনা কাইফ। তাঁর সঙ্গেই ঘটেছিল এই ঘটনা। তাঁর জীবনেই এসেছিল এক মসীহা। তাঁকে বারবার বিপদ থেকে উদ্ধার করেছিলেন। সেই ব্যক্তি বলিউডের একজন বিখ্যাত তারকা। কেউ-কেউ তাঁর নামে ভয় কাঁদতে থাকেন। কেউ- কেউ আবার তাঁকে জড়িয়ে ধরেন। কে তিনি?
কেরিয়ারের মোড় না ঘুরলে কুৎসিত দশা হত এই বলিউড অভিনেত্রীর। তাঁকে সঠিক সময় বাঁচিয়েছিলেন এক অভিনেতা। মসীহা হয়ে এসেছিলেন অভিনেত্রীর জীবনে। কে বলুন তো এই অভিনেত্রী?
অভিনেত্রীর নাম ক্যাটরিনা কাইফ। তাঁর সঙ্গেই ঘটেছিল এই ঘটনা। তাঁর জীবনেই এসেছিল এক মসীহা। তাঁকে বারবার বিপদ থেকে উদ্ধার করেছিলেন। সেই ব্যক্তি বলিউডের একজন বিখ্যাত তারকা। কেউ-কেউ তাঁর নামে ভয় কাঁদতে থাকেন। কেউ- কেউ আবার তাঁকে জড়িয়ে ধরেন। কে তিনি?
মডেলিং থেকে উত্থান ক্যাটরিনা কাইফের। সিনেমায় কাজ করার চেষ্টা শুরু করেছিলেন। সেই সময় ‘বুম’ নামের একটি ছবিতে সুযোগ পান ক্যাটরিনা। ছবিকে ঘিরে আজও তীব্র বিতর্ক রয়েছে। সেটি নাকি বিগ্রেড বলিউড ছবি। সেই ছবিতে অভিনয় করার পর জন আব্রাহামের সঙ্গে একটি ভৌতিক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু প্রথম দিন শুটিংয়ের পরই বাদ দেওয়া হয়েছিল তাঁকে।
হতাশ ক্যাটরিনা বাক্স গুছিয়ে ছাড়তে চলেছিলেন বলিউড। ঠিক করেছিলেন আর কোনওদিনও ফিরবেন না সেই মন খারাপের মুম্বই শহরে। আর ঠিক সেই সময়ই তাঁর জীবনে আগমন ঘটে সলমন খানের। সলমনের বোন আলবিরা খান মারফত ক্যাটরিনার সঙ্গে আলাপ হয়েছিল ভাইজানের। প্রথম দেখাতেই ক্যাটরিনার কেরিয়ার বদলাতে চেয়েছিলেন তিনি। সে সময় ডেভিড ধাওয়ানের পরবর্তী ছবি ‘ম্যানে পেয়ার কিউ কিয়া’র জন্য নতুন নায়িকা খুঁজছিলেন সলমন। ক্যাটরিনাকে দেখেই তিনি বুঝে যান, আগামী দিনের স্টারকে পেয়েছেন। এবং ডেভিডের সঙ্গে তাঁর আলাপ করিয়ে দেন।
তারপর বাকিটা ইতিহাস। একে-একে ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। বলিউডে নিজের জমি শক্ত করেছেন। তারপর আরও একটি ঢেউ আঁছড়ে পড়ে অভিনেত্রীর জীবনে। তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি হয় রণবীর কাপুরের। সম্পর্ক ভাঙার পর ফের তাঁর মনে হয়েছিল, হয়তো আর কোনওদিনও বলিউডে ভালো কোনও ছবিতে সুযোগ পাবেন না ক্যাটরিনার। সেই সময় ফের তাঁর কেরিয়ার বাঁচাতে এসেছিলেন সলমন খান। তৈরি করেন ‘টাইগার জিন্দা হ্যায়’। আর ব্যাস, আর পিছন ফিরে তাকাতে হয়নি ক্যাটরিনাকে।
সম্প্রতি মুক্তি পেয়েছে সলমন এবং ক্যাটরিনার নতুন ছবি ‘টাইগার থ্রি’। যশরাজ ফিল্মসের ‘টাইগার’ ফ্রাঞ্চাইজ়ির তৃতীয় ছবি এটি। ছবিতে মাখোমাখো রোমান্স আছে টাইগার, থুড়ি সলমন এবং ক্যাটরিনার। তা দেখে বাহবা জানিয়েছেন ক্যাটরিনার স্বামী অভিনেতা ভিকি কৌশল।