Tripti Dimri on Naked Scene: ‘অ্যানিম্যাল’-এর শয্যাদৃশ্যে কার-কার সামনে নগ্ন হয়েছিলেন তৃপ্তি, তাঁকে নিয়ে কী করেছিলেন রণবীর?

Animal-Naked Scene: ২৯ বছর বয়সি অভিনেত্রী তৃপ্তি দিমরি এখন 'জাতীয় ক্রাশ'। যে জাতীয় ক্রাশের তকমা এর ঠিক আগেই রশ্মিকা মন্দানাকে দিয়েছিলেন তাঁর অভিনীত 'পুষ্পা' ছবির সহ-অভিনেতা আল্লু অর্জুন। একই ছবিতে অভিনয় করে রশ্মিকার থেকে সেই আসনটা এক টানে ছিনিয়ে নিলেন তৃপ্তি।

Tripti Dimri on Naked Scene: 'অ্যানিম্যাল'-এর শয্যাদৃশ্যে কার-কার সামনে নগ্ন হয়েছিলেন তৃপ্তি, তাঁকে নিয়ে কী করেছিলেন রণবীর?
তৃপ্তি দিমরি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 4:51 PM

একটা ছবিতে নগ্ন হতেই সেই লাইমলাইট পেলেন, যা এর আগে তিন-তিনটি ছবিতে অর্জন করতে পারেননি। যদিও সেই দুটি ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছিলেন অভিনেত্রী। ২৯ বছর বয়সি অভিনেত্রী তৃপ্তি দিমরি এখন ‘জাতীয় ক্রাশ’। যে জাতীয় ক্রাশের তকমা এর ঠিক আগেই রশ্মিকা মন্দানাকে দিয়েছিলেন তাঁর অভিনীত ‘পুষ্পা’ ছবির সহ-অভিনেতা আল্লু অর্জুন। একই ছবিতে অভিনয় করে রশ্মিকার থেকে সেই আসনটা এক টানে ছিনিয়ে নিলেন তৃপ্তি।

‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর। এটাই নাকি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স। ছবিতে সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয় করেছেন রণবীর এবং তাঁকে নিয়ে হইচই হয়েছে প্রচুর। একাংশের মানুষের কাছে ছবিটি সমালোচিত। অন্য় দলের কাছে আলোচিত। আলোচিত ‘আলফা মেল’ (অতিরিক্ত পুরুষালি)। কিন্তু যে নারী এই ছবিতে দ্বিতীয় লিড হয়েও নায়িকার লাইমলাইট কেড়ে নিয়েছেন, তিনি তৃপ্তি দিমরি। এর আগে ‘বুলবুল’, ‘কালা’র মতো ছবিতে অভিনয় করেছেন তৃপ্তি। কিন্তু ‘অ্যানিম্যাল’-এ তিনি ছিলেন রণবীরের প্রেমিকা এবং ‘সেক্স পার্টনার’। ফলে রণবীরের সঙ্গে তিনিও নগ্ন হয়েছে পর্দায়। তাঁর নগ্নতায় মুগ্ধ হয়েছেন অনুরাগীকুল। হুহু করে বেড়েছে তাঁর সোশ্যাল মিডিয়া ফলোয়ার্সও। বছরের পর-বছর ধরে কাঙ্খিত জনপ্রিয়তা তিনি পেয়েছেন ‘অ্যানিম্যাল’-এ নগ্ন হয়েই। এবার তাঁর নগ্ন হওয়ার বিষয়ে মুখ খুলেছেন তৃপ্তি।

অভিনেত্রীর বাবা-মা প্রথমে চাননি তাঁদের আদরের কন্যা পর্দায় নগ্ন দৃশ্যে অভিনয় করুন। কিন্তু প্রকৃত অভিনেতারা সকল শরীর দিয়েই অভিনয় করেন। শরীর তাঁদের কাছে অভিনয়ের এক অস্ত্র। চিত্রনাট্যের স্বার্থে তাঁরা পোশাক খুলতেও রাজি হয়ে যান কেউ-কেউ। তৃপ্তিও হয়েছেন। কিন্তু বাড়ি থেকে আসে মানা। তিনি শোনেনি বারণ। তবে তৃপ্তি জানিয়েছেন, ‘অ্যানিম্যাল’-এ নগ্ন দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি একঘর লোকের সামনে নিজেকে বিবস্ত্র হতে হয়নি তাঁকে। তিনি পোশাক খুলে নগ্ন হয়েছিলেন যখন ঘরে ছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রণবীর কাপুর এবং সিনেম্যাটোগ্রাফারই। বাইরের আর কেউই ছিলেন না তখন। রণবীর নাকি বারবারই তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন। কোনও অসুবিধা হচ্ছে কি না, তিনি স্বচ্ছন্দ কি না, জানার চেষ্টা করছিলেন বারাবার।