AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: শ্রদ্ধার সামনে শব্দ করে বাতকর্ম! ভাইরাল ভিডিয়োর ব্যাখ্যা দিলেন টাইগার

Viral Video: অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় সবাইকে, তা সে সেলেব হন অথবা সাধারণ। এবার এমনই এক অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল টাইগার শ্রফকে। সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে তাঁর। সেই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে এক সাক্ষাৎকার দিতে এসেছেন তিনি।

Viral Video: শ্রদ্ধার সামনে শব্দ করে বাতকর্ম! ভাইরাল ভিডিয়োর ব্যাখ্যা দিলেন টাইগার
শ্রদ্ধা-টাইগার।
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 8:05 PM
Share

অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় সবাইকে, তা সে সেলেব হন অথবা সাধারণ। এবার এমনই এক অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল টাইগার শ্রফকে। সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে তাঁর। সেই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে এক সাক্ষাৎকার দিতে এসেছেন তিনি। হঠাৎ করেই এক হর্নের উপর বসে পড়েন টাইগার। কিন্তু তামাম দুনিয়া মনে করে তিনি বুঝি বাতকর্ম করেছেন। এবার এই ভিডিয়োরই ব্যাখ্যা দিলেন টাইগার। কৃতি শ্যাননের সঙ্গে এক লাইভ স্ট্রিমিংয়ে তাঁকে বলতে শোনা যায়, “ওরা বলছে, আমি নাকি শ্রদ্ধার সামনে বাতকর্ম করে ফেলেছি। আরে না! আমি করিনি। একটা খেলা থাকে না যেখানে ওই হর্নের উপর বসতে হয়। আমি তাই করেছিলাম, আর তখনই এক অদ্ভুত আওয়াজ বের হয়ে যায় যা হুবহু বাতকর্মের মতো।” হাসি চেপে রাখতে পারেননি কৃতি। টাইগার ফের যোগ করেন, “আমি যখন বাতকর্ম করি এত আসতে করি না”। টাইগারের কথা শুনে হেসে কুটোপাটি তাঁর ভক্তরা। অনেকেই মজা করে বলেছেন, “দোষ ঢাকতে এখন অজুহাত দিচ্ছেন টাইগার”। অনেকের বক্তব্য, “টাইগার তো, তাই রাজকীয় সব ব্যাপার স্যাপার।”

আসছে টাইগারের ছবি ‘গণপথ’। ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যাবে– গুড্ডু ও গণপথ। ট্রেলারে তাঁর মারকাটারি অ্যাকশন দেখে উৎসুক দর্শক ছবি দেখার জন্য মুখিয়ে। ছবিতে টাইগারের সঙ্গে দেখা যাবে কৃতি শ্যাননকেও। ছবিতে এক বিশেষ কেমিও চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও।