ধর্ষণের অভিযোগ টি-সিরিজের মালিক ভূষণ কুমারের বিরুদ্ধে; মামলা দায়ের আইপিসি ৩৭৬ ধারায়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 16, 2021 | 1:41 PM

ভূষণের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি কোম্পানির একটি প্রজেক্টের কাজে এক মহিলাকর্মীকে নিয়োগ করার কথা চলছিল। সেই প্রজেক্টে কাজ পাওয়ানোর ঘটনাকে ঘিরে ভূষণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ওই কর্মী।

ধর্ষণের অভিযোগ টি-সিরিজের মালিক ভূষণ কুমারের বিরুদ্ধে; মামলা দায়ের আইপিসি ৩৭৬ ধারায়
ভূষণ কুমার (ফাইল ফোটো)

Follow Us

রেকর্ডিং কোম্পানি ও প্রযোজনা সংস্থা টি-সিরিজের মালিক ও ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এক সংবাদ সংস্থার টুইট অনুযায়ী, নিজের কোম্পানির এক ৩০ বছর বয়সি মহিলাকর্মীকে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায়।

ভূষণের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি কোম্পানির একটি প্রজেক্টের কাজে এক মহিলাকর্মীকে নিয়োগ করার কথা চলছিল। সেই প্রজেক্টে কাজ পাওয়ানোর ঘটনাকে ঘিরে ভূষণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ওই কর্মী। পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে শুক্রবার প্রকাশিত একটি সংবাদ সংস্থার টুইট অনুযায়ী, ভূষণের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৩৭৬ ধারায়। মুম্বইয়ের ডিএন নগর স্টেশনে মামলা রুজু করা হয়েছে।

২০১৮ সালে এক মহিলা ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন টুইটের মাধ্যমে। সেসময় গোটা দেশ #মিটু (#MeToo) আন্দোলনে উত্তাল। অনেক বড়-বড় বলি তারকার নাম উঠে আসে মিটু-কাণ্ডে। ভূষণের বিরুদ্ধেও ওঠে মিটু-র অভিযোগ। টুইটে করে মহিলা জানিয়েছিলেন, তাঁকে তিনটি ছবি অফার করেছিলেন ভূষণ। আরও অভিযোগ ছিল, তাঁকে ভেরসোভার বাংলোতে ডেকেছিলেন। সমঝোতা করতে বলেছিলেন অভিযোগ, তিনি ভূষণের শয্যাসঙ্গী হতে রাজি হননি। তাঁর সঙ্গে সমঝোতা করতে চাননি।

সেসময় একটি বিবৃতিতে নিজের বক্তব্য জানিয়েছিলেন ভূষণ। যৌন হেনস্থার সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। বলেছিলেন, মিটুকে হাতিয়ার করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। এই ঘটনার পর কেটে গিয়েছে তিন বছর। এবার সরাসরি ধর্ষণের অভিযোগ।

আরও পড়ুনSurekha Sikri: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা, শোকস্তব্ধ শিল্পীমহল

Next Article