Varun Dhawan: সিক্স প্যাক অ্যাবস! বড় চুল-দাঁড়িতে বরুণ যেন সত্যিকারের ‘নেকড়ে’!

অভিনেতা অনিল কাপুর পোস্টের কমেন্টে লেখেন, ‘ভয়ঙ্কর’।

Varun Dhawan: সিক্স প্যাক অ্যাবস! বড় চুল-দাঁড়িতে বরুণ যেন সত্যিকারের 'নেকড়ে'!
বরুণ ধাওয়ান।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 2:39 PM

বেশ কিছুদিন ধরে অভিনেতা আসন্ন হরর-কমেডি ‘ভেড়িয়া’-র শুটিংয়ে ব্যস্ত। অভিনেতা বরুণ ধাওয়ান তাঁর ছবির শেষের কিছু সিনের শুটিংয়ের জন্য জন্য প্রস্তুত। ফিল্মের কফিনে যখন তিনি শেষ পেরেকটি রাখতে চলেছেন, এমন সময় অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি নতুন ছবি শেয়ার করলেন।

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

ছবিতে তাঁকে লম্বা চুল এবং দাড়িতে দেখা যাচ্ছে। যা ছবির নাম ‘ভেড়িয়া’র সঙ্গে একেবারে খাপ খেয়েছে। বরুণ ধাওয়ানকে ছবিতে শার্টলেস পোজ় দিতে দেখা যায়। আয়নার সামনে দাঁড়িয়ে বরুণ। প্রতিবিম্বতে তাঁর সিক্স প্যাক অ্যাব প্রকট। একটি বড়সড় ক্যাপশনও জু়ড়ে দিয়েচেন ছবির সঙ্গে। তিনি লেখেন, ‘আগামী ২৪ ঘন্টায় ‘ভেড়িয়া’-র শেষ কিছু দৃশ্যের শুটিং হবে। যেহেতু আমাদের ফিল্মের কোনও ছবি পোস্ট করার অনুমতি নেই তাই শেষবার আয়নায় সামনে দাঁড়িয়ে ছবির জন্য লম্বা চুল, দাড়ি এবং আমার পরিচালক অমর কৌশিকের দ্বারা আমাকে চরিত্র করে তুলতে পরিবর্তনের সবকিছুকে বিদায় জানানোর সময় এসেছে’। বরুণ ধাওয়ান আরও লেখেন, ‘যদিও কিছু একটা আমাকে বলছে, এটি শেষ নয়, একটি নতুন শুরু’।

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

৩৪ বছর বয়সী অভিনেতার পোস্টে তাঁর ভক্ত এবং সহকর্মীর কাছ থেকে প্রচুর মন্তব্য পেয়েছেন। অভিনেতা অনিল কাপুর পোস্টের কমেন্টে লেখেন, ‘ভয়ঙ্কর’। বরুণ ধাওয়ান এ বছরের শুরুর দিকে অরুণাচল প্রদেশের জিরোতে ‘ভেড়িয়া’-র প্রথম শুটিং শিডিউলটি শেষ করেছিলেন।

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

আরও পড়ুন Taapsee Pannu: কবে করছেন বিয়ে? অবশেষে মুখ খুললেন তাপসী পান্নু