Varun Dhawan: করোনা আবহে নতুন ছবির শুটিং তারিখ ঘোষণা বরুণের?

সূত্র মারফত জানা যাচ্ছে, "নিতেশ তিওয়ারির সঙ্গে কাজ করবেন বলে অনেকদিন থেকেই মনস্থির করেছিলেন বরুণ। শেষমেশ তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। পরিচালক-অভিনেতার যুগলবন্দি দেখতে চলেছেন দর্শক। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ওয়ার্কশপ তৈরি হবে।"

Varun Dhawan: করোনা আবহে নতুন ছবির শুটিং তারিখ ঘোষণা বরুণের?
নতুন ছবি।

| Edited By: Sneha Sengupta

Jan 06, 2022 | 11:16 PM

ফের তাঁর ‘জুরওয়া’ ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কাজ করতে চলেছেন বরুণ ধাওয়ান। ২০২২ সালের এপ্রিল মাস থেকে শুটিং শুরু করছেন তাঁরা। সূত্র জানাচ্ছে,  ‘দঙ্গল’ ও ‘ছিছোড়ে’ ছবির পরিচালক নিতেশ তিওয়ারি ছবির পরিচালক। জানা যাচ্ছে, অভিনেতার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে এটি।

সূত্র মারফত জানা যাচ্ছে, “নিতেশ তিওয়ারির সঙ্গে কাজ করবেন বলে অনেকদিন থেকেই মনস্থির করেছিলেন বরুণ। শেষমেশ তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। পরিচালক-অভিনেতার যুগলবন্দি দেখতে চলেছেন দর্শক। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ওয়ার্কশপ তৈরি হবে।”

জানা যাচ্ছে, এপ্রিল মাস থেকে ফ্লোরে যাবে ছবিটি। মুম্বইতেই শুটিং হবে। বিভিন্ন লোকেশনে শুটিং চলবে। সাজিদ, বরুণ ও নিতেশের এই ট্রায়ো যে হিট করবেই, তা নিয়ে এখন থেকেই বেশ আশাবাদী বলি অন্দর।

রাজকুমার হিরানীর ব্যানারে আরও একটি ছবিতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। ‘দ্যা ফ্যামিলি ম্যান’ নির্মাতা রাজ ও ডিকের সঙ্গে একটি ওয়েব সিরিজ়েও কাজ করছেন বরুণ। সেই ওয়েব সিরিজ়টির প্রযোজনা করছে ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত রুসো ব্রাদার্স। রাজকুমার হিরানী ও রাজ-ডিকের এই প্রজেক্টের কাজ শুরু হবে ২০২২-এ। যদিও কবে, কোথায় এখনও তা নিয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।

আসন্ন বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় আছে বরুণের। যেমন ‘যুগ যুগ জিও’, ‘ভেড়িয়াঁ’। করোনাকালেই দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালকে বিয়ে করেছেন বরুণ। কোভিড পরিস্থিতির কারণে সকলকে বিয়েতে ডাকতেও পারেননি তিনি। কাজের ফাঁকে স্ত্রী, পরিবার ও পোষ্যদের নিয়ে ভাল সময় কাটান বরুণ।

আরও পড়ুন: Kapil Sharma: মদ খেয়ে পিএম মোদীকে টুইট, মালদ্বীপে ৯ লাখ টাকা দিতে হয়েছিলেন কপিলকে