Kapil Sharma: মদ খেয়ে পিএম মোদীকে টুইট, মালদ্বীপে ৯ লাখ টাকা দিতে হয়েছিলেন কপিলকে

কপিল মজার ছলে লাইভে বলেছিলেন, "মালদ্বীপের হোটেলে থাকা আমাকে ৯ লাখ টাকা খরচ করিয়েছিল একটা টুইটের জন্য। এত টাকা আমি লেখাপড়ার পিছনেও খরচ করিনি।"

Kapil Sharma: মদ খেয়ে পিএম মোদীকে টুইট, মালদ্বীপে ৯ লাখ টাকা দিতে হয়েছিলেন কপিলকে
কপিল শর্মা।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2022 | 10:22 PM

নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে কপিল শর্মার স্পেশ্যাল শো ‘আই অ্যাম নট ডান ইয়েট’। ২৮ জানুয়ারি স্ট্রিম করবে সেই শো। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শোয়ের একটি ঝলক। সেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন কপিল। সামনে লাল আলোয় ঘেরা বাতাবরণ। যত্রতত্র ছড়ানো গোল গোল টেবিলে বসে দর্শক। হাইফাই শোয়ে যেমনটা হয়ে থাকে। বিশেষ অতিথিদের জন্য আয়োজন করা হয় বিশেষ ধরনের বসার ব্যবস্থাও।

তেমনই এক দর্শক আবরিত শোয়ের মঞ্চে দাঁড়িয়ে কপিল শর্মা। মাইক তাঁর হাতে। ভারতীয় কমিডিয়ানের কথা গোগ্রাসে গিলছেন সকলে। প্রোমোতে কপিল জানিয়েছেন, একবার মদ্যপান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করে দিয়েছিলেন। সেই টুইটকে তিনি মদ্যপ বা ‘ড্রাঙ্ক’ টুইট বলতে চান।

View this post on Instagram

A post shared by Kapil Sharma (@kapilsharma)

এই ঘটনা ঘটার পর কপিল চলে যান মালদ্বীপে। সেখানে এমন একটি রুম তিনি ভাড়া নিয়েছিলেন, যেখানে ইন্টারনেট কানেকশন আসে না। ৯ লাখ টাকা খরচ হয়েছিল কপিলের। ৮-৯ দিন ছিলেন কপিল সেখানে। হোটেলের কর্মী তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ‘আপনার কি বিয়ে হয়েছে?’ কপিল বলেছিলেন, ‘আমি কেবল টুইট করেছি।’

কপিল মজার ছলে লাইভে বলেছিলেন, “মালদ্বীপের হোটেলে থাকা আমাকে ৯ লাখ টাকা খরচ করিয়েছিল একটা টুইটের জন্য। এত টাকা আমি লেখাপড়ার পিছনেও খরচ করিনি।”

২৫ বছর ধরে বিনোদন জগতে কাজ করছেন কপিল শর্মা। টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ১৫ বছর। তিনি বলেছেন, “কোনওদিনও কমেডিকে সিরিয়াসভাবে গ্রহণ করিনি। সারাক্ষণই তো মজা করে বেড়াই। এটা আমার কাছে প্রাকৃতিকভাবে আসে। আমি পাঞ্জাবের ছেলে। আমরা সবসময় জোকই করি। সত্যি জানতাম না কমেডি করেও মজা করা যায়।”

আরও পড়ুন: Uncut Indrani Haldar: অভিনয়, আনন্দ, আক্ষেপ, স্বামী, প্রেমিক, সমীকরণ… জন্মদিনে অকপট ইন্দ্রানী হালদার!

আরও পড়ুন: Chakda Xpress Teaser-Anushka Sharma: ভাঙা বাংলায়, ভারতীয় টিমের জার্সি শরীরে অনুষ্কা বললেন, ‘চিন্তা কোরো না!’