Chakda Xpress Teaser-Anushka Sharma: ভাঙা বাংলায়, ভারতীয় টিমের জার্সি শরীরে অনুষ্কা বললেন, ‘চিন্তা কোরো না!’
'চাকদহ এক্সপ্রেস'-এর টিজ়ার শেয়ার করেছেন অনুষ্কা। সেখানে দেখা যাচ্ছে মহিলা ক্রিকেট টিমকে। যে টিমের নাম আগে কেউ শোনেননি। খেলোয়াড়দেরও কেউ চেনেন না। ঝুলন যেহেতু বাঙালি, ভাঙা বাংলাতে কথাও বলতে শোনা যায় অনুষ্কাকে।
কিছুদিন আগের কথা। কানাঘুষো শোনা গিয়েছিল ঝুলন গোস্বামীর জীবনের উপর তৈরি ছবি ‘চাকদহ এক্সপ্রেস’ থেকে নাকি সরেছেন অনুষ্কা শর্মা। যদিও প্রযোজনার কাজে তিনি রয়েছেন। এই রটনাকে মিথ্যা প্রমাণ করল একটি টিজ়ার। আজ্ঞে! ‘চাকদহ এক্সপ্রেস’-এর টিজ়ার। যেখানে ঝুলনের রিল জীবনকে পর্দায় তুলে ধরেছেন অনুষ্কাই। সত্যি সত্যি তিনিই রয়েছেন সেই চরিত্রে। যে ছবি ও চরিত্রের জন্য দীর্ঘদিন অনুশীলন করেছেন, কার্যত প্রস্তুতি নিয়েছেন অনুষ্কার শর্মা। ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী হওয়ার সুবাদে স্বামীর সঙ্গে বহু ম্যাচ গ্যালারি থেকে দেখেছেন অনুষ্কা। চাক্ষুষ করেছেন ভারতীয় ক্রিকেটের দর্শক। সেই অনুষ্কাই এবার ময়দানে। ধুলনের জার্সি শরীরে গলিয়ে নেমে পড়েছেন বাইশ গজে। গজের শক্তিকে সম্বল করেই।
View this post on Instagram
‘চাকদহ এক্সপ্রেস’-এর টিজ়ার শেয়ার করেছেন অনুষ্কা। সেখানে দেখা যাচ্ছে মহিলা ক্রিকেট টিমকে। যে টিমের নাম আগে কেউ শোনেননি। খেলোয়াড়দেরও কেউ চেনেন না। ঝুলন যেহেতু বাঙালি, ভাঙা বাংলাতে কথাও বলতে শোনা যায় অনুষ্কাকে। তিন বছর পর সিনেমার ময়দানে ফের জাদু করতে এসেছেন অনুষ্কা। তাঁরই প্রযোজনা সংস্থার ছবি। যে প্রযোজনা সংস্থা থেকে একে একে তৈরি করেছে ‘এনএইচ ১০’, ‘ফিলৌরি’, ‘পরী’র মতো অনবদ্য সব ছবি। অনুষ্কা আপনি এগিয়ে যান। গজের শক্তিকে সম্বল করে। এই ময়দান আপনারই।
সোশ্যাল মিডিয়ায় টিজ়ার পোস্ট করে অনুষ্কা নিংড়ে দিয়েছেন তাঁর মন, “এটা আমার কেরিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি। স্পেশ্যাল যাকে বলে।” জাতীয় পুরুষ ক্রিকেট দলের জার্সির পিছনে নামী খেলোয়ােড়দের নামের উপর সাদা লেবেল আটকে মহিলা ক্রিকেটারদের নাম লেখা। দলকে মাঠি নিয়ে যাচ্ছেন পর্দার ঝুলন, ওরফে অনুষ্কা। সেই সঙ্গে একটি প্রমিস, “আজ দেখছেন। কাল আপনারা আমাদের নাম মনে রাখবেন।”
অনুষ্কা তাঁর পোস্টে লিখতে ভোলেননি, “ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবি। মহিলাদের ক্রিকেট নিয়ে চোখ খুলে দেবে। ঝুলন যে সময় ক্রিকেট খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন, সে সময় তাঁর যাত্রাপথ সহজ ছিল না। সে সবই তুলে ধরা হবে ছবিতে।”
স্টিরিওটাইপকে ভেঙেছেন ঝুলন। দেশকে গর্বিত করেছেন খেলার মাধ্যমে। পরবর্তী প্রজন্মের মহিলাদের ক্রিকেট নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন। সমস্তটাই বিস্তারিতভাবে জানিয়েছেন অনুষ্কা।
আরও পড়ুন: Uncut Indrani Haldar: অভিনয়, আনন্দ, আক্ষেপ, স্বামী, প্রেমিক, সমীকরণ… জন্মদিনে অকপট ইন্দ্রানী হালদার!