বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া ও তাঁর স্ত্রী উমা চোপড়া করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে। সোমবার জানা যায়, তাঁরা করোনায় আক্রান্ত। চিকিৎসকের বক্তব্য, ৮৬ বছর বয়সি অভিনেতাকে দিন দু-একের মধ্যে ছেড়েও দেওয়া হতে পারে। তিনি এটাও জানিয়েছেন, প্রেম চোপড়া ও উমাদেবীকে কোলোক্লোনাল অ্যান্টিবডি ককটেল দেওয়া হয়েছে। ফলে ১-২ দিনের মধ্য়ে ছেড়ে দেওয়াও হতে পারে।
৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত সমস্যা তৈরি হয় মানুষের। এই বয়সে করোনা আক্রান্ত হয়েও শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে প্রেম ও উমা দেবীর। চিকিৎসকই জানিয়েছেন, “তাঁদের দু’জনেরই শারীরিক স্বাস্থ্য অনেকটা ভাল।”
বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা প্রেম চোপড়া। ‘ববি’, ‘দো রাস্তে’, ‘উপকার’, ‘পূরব অউর পশ্চিম’, ‘কটি পতঙ্গ’, ‘ফুল বনে অঙ্গারে’-এর মতো ছবিতে অভিনয় করেছেন প্রেম। রেখেছেন অভিনয়ের স্বাক্ষর। কিছুদিন আগেই সইফ আলি খান, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে অভিনয় করেছেন প্রেম।
করোনার নতুন ভেরিয়্যান্ট ওমিক্রন। ছড়িয়ে পড়ছে দ্রুত। এটিকে গোষ্ঠী সংক্রমণ বলছেন অনেকেই। মনে করা হচ্ছে, কোভিডের তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। জন সাধারণের মতো বলিউডের একাধিক তারকা করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যায় প্রেম চোপড়া ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত।
এই মুহূর্তে বলি তারকাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন জন আব্রাহাম ও তাঁর স্ত্রী প্রিয়া রঞ্চাল, একতা কাপুর, ম্রুণাল ঠাকুর, নোরা ফাতেহি, আলায়া ফর্নিচারওয়ালা, রাহুল রাওয়াইল, রিয়া কাপুর ও তাঁর স্বামী করণ বোলানি।