Vicky Kaushal: মেঘনা গুলজার পরিচালিত নতুন ছবিতে কার সঙ্গে জুটি বাঁধছেন ভিকি?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Dec 13, 2021 | 3:27 PM

Vicky Kaushal: এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ভিকি। তাঁর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে সান্যা মালহোত্রাকে। আর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ফতিমা সানা শেখ।

Vicky Kaushal: মেঘনা গুলজার পরিচালিত নতুন ছবিতে কার সঙ্গে জুটি বাঁধছেন ভিকি?
ভিকি কৌশল। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

সদ্য বিয়ে করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। স্ত্রী অর্থাৎ বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। একেবারে বিয়ের ছবি সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। এ হেন ভিকি শুধু ব্যক্তিগত কারণে নয়, পেশাদার কারণেও সংবাদ শিরোনামে থাকেন। তাঁর আসন্ন ছবি ‘সাম বাহাদুর’-এ নতুন শিল্পীরা যুক্ত হলেন। সোশ্যাল ওয়ালে ছবি শেয়ার করে সে খবর দিয়েছেন অভিনেতা।

এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ভিকি। তাঁর স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে সান্যা মালহোত্রাকে। আর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ফতিমা সানা শেখ। ‘দঙ্গল’ গার্লদের উপস্থিতি এই ছবির প্রতি আকর্ষণ নিঃসন্দেহে অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছেন দর্শকের বড় অংশ।

ভিকির নতুন এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন মেঘনা গুলজার। আজ তাঁর জন্মদিন। মেঘনাকে শুভেচ্ছা জানাতে গিয়েই মেঘনা, ফতিমা এবং সান্যার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন ভিকি। তিনি লিখেছেন, ‘আমাদের কাছে আজকের দিনটা খুব স্পেশাল। কারণ আমরা আমাদের পরিচালক মেঘনা গুলজারের জন্মদিন সেলিব্রেট করছি। এ ছাড়াও লিডিং লেডি সান্যা এবং ফতিমাকে ‘সাম বাহাদুর’ পরিবারে স্বাগত।’

১৯৭১-এর ভারত-পাক যুদ্ধে চিফ অফ দ্য আর্মি স্টাফ পদাধিকারী ছিলেন সাম মানেকশ। তাঁর বায়োপিক তৈরি করতে চলেছেন মেঘনা। পরিচালকের কথায়, “১৯৭১-এর ঐতিহাসিক জয়ের ৫০ বছর পূর্ণ হচ্ছে। সেটা আমাদের কাছে খুব গর্বের। ফতিমা এবং সান্যাকে পেয়ে আমরা খুশি। এই ছবিতে ওদের দুজনের চরিত্রই সেনসিটিভ, ডিগনিটি রয়েছে।”

ভিকির মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘সর্দার উধম সিং’ও বায়োপিক। সুজিত সরকার পরিচালিত ওই ছবিতে অভিনয় করে প্রায় সব মহলের প্রশংসা আদায় করে নিয়েছেন ভিকি। নতুন ছবিতে তিনি দর্শককে আলাদা কী উপহার দেন, সেটাই এখন দেখার।

আরও পড়ুন, Ankita Lokhande and Vicky Jain’s engagement: এনগেজমেন্ট সারলেন অঙ্কিতা-ভিকি, কেমন পারফর্ম করলেন?

Next Article