AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তাজ মহলের বাইরে বাগদান সারলেন বিদ্যৎ জামওয়াল? পাত্রী কে?

বাগদানের ঘটনাটি নিয়ে গুঞ্জন শোনা গেলেও, এ ব্যাপারে একটি বাক্যও খরচ করেননি বিদ্যুৎ-নন্দিতা। কিন্তু তাজ মহলের বাইরে তাঁদের ছবি বলে দিচ্ছে অনেক কথাই। 

তাজ মহলের বাইরে বাগদান সারলেন বিদ্যৎ জামওয়াল? পাত্রী কে?
বিদ্যৎ ও নন্দিতা
| Edited By: | Updated on: Sep 05, 2021 | 10:00 AM
Share

তাঁর ভক্তের সংখ্যা নিছক কম নয়। তিনি বিদ্যুৎ জামওয়াল। অসম্ভব ফিট একজন অভিনেতা। তিনি ‘কমান্ডো’ ছবির হিরো। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন প্রযোজকও। অসংখ্য মানুষের মন জয় করেছেন অল্প সময়ের মধ্যে। এমন সুদর্শন অভিনেতার তালিকায় যে মহিলা ফ্যানের সংখ্যাই বেশি থাকবে, সে আর বলার অপেক্ষা রাখে না। তাঁদের প্রত্যেকের মন হয়তো ভাঙতে চলেছে এবার। বলি অন্দরে গুঞ্জন, বিবাহ বন্ধনে নাকি আবদ্ধ হতে চলেছেন বিদ্যুৎ জামওয়াল।

পাত্রী কে? তিনি বিদ্যুতের দীর্ঘদিনের প্রেমিকা নন্দিতা মহতানি। সম্প্রতি তাজ মহলে বেড়াতে গিয়েছিলেন বিদ্যুৎ। সঙ্গে গিয়েছিলেন নন্দিতাও। কিন্তু তাঁদের তাজ মহলে যাওয়ার উদ্দেশ কি কেবলই বেড়ানো, নাকি ছিল বিশেষ কোনও কারণ? বিদ্যুৎ-নন্দিতার ছবি যদিও অন্য কথাই বলছে।

তাজ মহলকে বলা হয় প্রেমের প্রতীক। প্রেমিক-প্রেমিকারা সেখানে গিয়ে ছবি তোলেন। অনেকে ভালবাসার কথাও বলেন তাজ মহলকে সাক্ষী রেখে। তাই সাক্ষী রাখলেন বিদ্যুৎও। সেখানেই নাকি বাগদত্তার আঙুলে পরিয়ে দিলেন এনগেজমেন্ট রিং।

ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই। বিদ্যুতের আপাদমস্তক সাদা পোশাক। নন্দিতার পরনে সাদা টি-শার্ট ও ফ্লোরাল স্কার্ট। কাঁধে ছোট্ট স্লিং ব্যাগ। দু’জনের চোখেই কালো চশমা। হাতে হাত রেখে ছবি তুলেছেন তাঁরা। ছবি জুম করলেই দেখা যাচ্ছে নন্দিতার রিং ফিংগারে জ্বলজ্বল করছে একটি বড়সড় সলিটেয়ার। সেই ছবি দেখেই অনেকের মনে হয়েছে, তাজ মহলের সামনেই হয়তো বাগদান পর্ব সেরেছেন বিদ্যুৎ।

বাগদানের ঘটনাটি নিয়ে গুঞ্জন শোনা গেলেও, এ ব্যাপারে একটি বাক্যও খরচ করেননি বিদ্যুৎ-নন্দিতা। কিন্তু তাজ মহলের বাইরে তাঁদের ছবি বলে দিচ্ছে অনেক কথাই।

আরও পড়ুনTeacher’s Day: বড় পর্দার শিক্ষক-ছাত্র পরম্পরা, দেখিয়েছিল এই ৮টি ছবি

আরও পড়ুনসুন্দর দেখতে ছেলে দেখে কী করলেন শ্রীলেখা, মাশুল গুনতে হল বড়