Vidyut Jammwal: মুখের ভিতর সাপ ঢোকালেন ব্যক্তি ! ভিডিয়ো শেয়ার বিদ্যুতের

Vidyut Jammwal : সাপ পায়ের কাছে আসলেও ভয় বুক কেঁপে ওঠে। সেই সাপকেই মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে নাক দিয়ে বের করলেন এক ব্যক্তি। সেই ভিডিয়োই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা।

Vidyut Jammwal: মুখের ভিতর সাপ ঢোকালেন ব্যক্তি ! ভিডিয়ো শেয়ার বিদ্যুতের
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

| Edited By: উত্‍সা হাজরা

Jul 02, 2021 | 11:18 PM

যেন অবিশ্বাস্য। দেখলে আপনার গা গুলিয়ে উঠতে পারে।মনে হতে পারে বাস্তবেও এমনটা হয়। কিন্তু এমন ঘটনাই ঘটেছে। প্রমাণ বিদ্যুৎ জামালের ইনস্টাগ্রামের দেওয়াল। সাপ পায়ের কাছে আসলেও ভয় বুক কেঁপে ওঠে। সেই সাপকেই মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে নাক দিয়ে বের করলেন এক ব্যক্তি। সেই ভিডিয়োই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা।

এই রকম এক দুঃসাহসিক কাজ আমি, আপনি কেউই ভাবতে পারব না। তবে এই ভিডিয়ো দেখে অবশ্যই কেউ বাড়িতে এমনটা করার চেষ্টা করবেন না। যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

আরও পড়ুন:২০০৫-এ তৈরি ইরফানের ‘দুবাই রিটার্নস’ অবশেষে মুক্তির পথে

ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করা মাত্রই তা রীতিমতো ভাইরাল। যদিও এই ভিডিয়োটি কোথায় করা হয়েছে। তা জানা যায়নি। তবে এই ভিডিয়োটি পোস্ট করে বিদ্যুৎ লেখেন ‘আই লভ মাই ইন্ডিয়া’।

 

 

সাপ নিয়ে ব্যক্তিটির এই কর্মকাণ্ড দেখে নেটিজেনদের এক অংশ যেমন বেশ অবাক। অনেকে আবার কটূক্তি করতেও ছাড়েনি। লিখেছেন আপনার মনে হয় না এই নীরিহ প্রাণীর উপর অত্যাচার করা হয়েছে। একজন মানুষ কীভাবে এমন করতে পারে ! আবার অনেকেই যেমন বেশ উপভোগ করেছে ভিডিয়োটি ।

আরও পড়ুন:ছেলের সঙ্গে ফুটবল খেলা, পুরনো ছবি শেয়ার করে নস্ট্যালজিক প্রসেনজিৎ