‘দাবাং ৪’ আসছে? ভাই আরবাজের শোতে পর্দা ফাঁস সলমনের
আরবাজের শোতে একটি ব়্যাপিড ফায়ার রাউন্ড ছিল। একটি প্রশ্নে সলমনকে তাঁর 'দাবাং' ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রশ্ন করেন আরবাজ।
‘রাধে’ ছবি মুক্তি পেয়েছে কয়েকদিন আগে। ছবিতে সলমন ছাড়াও ছিলেন দিশা পাটানি, জ্যাকি স্রফ, রণদীপ হুডা। সম্প্রতি সলমন এসেছিলেন ভাই আরবাজ খানের চ্যাট শোতে। সেখানে জীবনের নেতিবাচকতা সম্পর্কে কথা বলেন ভাইজান। কথা বলেন পরিবার ও আসন্ন প্রজেক্ট নিয়েও।
View this post on Instagram
আরবাজের শোতে একটি ব়্যাপিড ফায়ার রাউন্ড ছিল। একটি প্রশ্নে সলমনকে তাঁরা ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রশ্ন করেন আরবাজ। ফ্র্যাঞ্চাইজিতে আরবাজও অভিনয় করেছিলেন একাধিকবার। জিজ্ঞেস করেন, ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির কোন পার্ট সলমনের পছন্দের… ১, ২, ৩ নাকি ৪? চার নম্বর ছবিটি তৈরিই হয়নি যদিও। সলমনের পেট থেকে কথা বের করার জন্য মজা করে প্রশ্নটি করেন আরবাজ। যাঁর উত্তরে সলমন বলেন, ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির ৪ নম্বর ছবিটিই তাঁর সবচেয়ে পছন্দের।
এই উত্তরে হাসির ছলে আরবাজ বলেন, তাঁর শোতেই ৪ নম্বর ছবিটি কনফার্ম করলেন সলমন! ‘দাবাং’-এ চুলবুল পাণ্ডের চরিত্রে অভিনয় করেন সলমন। সেখানে আরবাজ তাঁর সৎভাই। ছবিতে আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা আরোরা খানের ‘মুন্নি বাদনাম হুই’ গানটিও খুব জনপ্রিয়।
আরও পড়ুন: ফারহানের ‘তুফান’ দেখে হৃত্বিকের রিভিউ!