ফারহানের ‘তুফান’ দেখে হৃত্বিকের রিভিউ!

সম্প্রতি মুক্তি পেয়েছে ফারহান অভিনীত ছবি 'তুফান'। ছবিতে এক বক্সারের চরিত্রে ফারহান।

ফারহানের 'তুফান' দেখে হৃত্বিকের রিভিউ!
হৃত্বিক ও ফারহান
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2021 | 8:05 PM

ছোট বেলা থেকেই জাভেদ আখতার ও রাকেশ রোশনের ছেলের খুব বন্ধুত্ব। প্রাণের বন্ধু তাঁরা। একসঙ্গে ‘জিন্দেগি না মিলেগা দোবারা’, ‘লাক বাই চান্স’-এর মতো ছবিতে কাজও করেছেন দু’জনে। হৃত্বিক ও ফারহান। ফারহানের পরিচালনায় ‘লাক্স’ ছবিতে কাজও করেছেন হৃত্বিক। সম্প্রতি মুক্তি পেয়েছে ফারহান অভিনীত ছবি ‘তুফান’। ছবিতে এক বক্সারের চরিত্রে ফারহান।

ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ১৬ জুলাই। দেখার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হৃত্বিক। লিখেছেন, “দারুণ পারফরম্যান্স। চরিত্রটা দারুণভাবে ফুটিয়ে তুলেছ তুমি। অসাধারণ”।

কেবল ফারহান নয়, ছবির মুখ্য অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকেও বাহবা জানিয়েছেন হৃত্বিক। তাঁর ‘সুপার ৩০’ ছবিতে হৃত্বিকের বিপরীতে কাজ করেছিলেন ম্রুণাল। ‘তুফান’-এ তাঁর পারফরম্যান্স দেখে হৃত্বিক লিখেছেন, “তোমার কাজ সবসময় হৃদয় ছুঁয়ে যায়। তোমাকে তুফানে খুব ভাল লাগল।”

আরও পড়ুন২০০ জন শিল্পীর সঙ্গে কী করবেন ‘ডাকু’ অক্ষয়?