আসল মন্ত্রে বিয়ে হয়ে যেতে পারে, তাই ছবিতে পুরোহিতকে মন্ত্র উচ্চারণ করতে না করেছিলেন কীর্তি

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 22, 2021 | 11:38 PM

জানা যায়, ছবিতে বিয়ের দৃশ্যটি নাকি একাধিকবার শুট করা হয়েছে। তাঁরা কেউই বিয়ের সিনে অভিনয় করতে রাজি ছিলেন না।

আসল মন্ত্রে বিয়ে হয়ে যেতে পারে, তাই ছবিতে পুরোহিতকে মন্ত্র উচ্চারণ করতে না করেছিলেন কীর্তি
কীর্তি খারবান্দা

Follow Us

ছবির নাম ‘১৪ ফেরে’। অভিনয়ে বিক্রান্ত মেসি ও কীর্তি খারবান্দা। কমেডি ছবি। পরিচালকের আসনে দেবাংশু সিং। ছবিতে রয়েছে বিয়ের দৃশ্যও। যেমনটা অনেক ছবির ক্ষেত্রেই হয়ে থাকে। অভিনেতা-অভিনেত্রীদের অনস্ত্রিন বিয়ে করতে হয়। কিন্তু, কীর্তি করলেন অবাক কাণ্ড।

১৪ ফেরেতে বিয়ের সিন ছিল। পুরোহিত ছিলেন। কণের বেশে ছিলেন কীর্তিও। শুটিংয়ে কীর্তি বেশ নার্ভাস ছিলেন। তাঁর ভয়, পুরোহিত যদি সত্যি সত্যি বিয়ের মন্ত্র পড়ে ফেলেন, তা হলে যে তাঁর সত্যিকারেরই বিয়ে হয়ে যাবে। সেই জন্য পুরোহিতকে এক অদ্ভুত কাজ করতে বলেন। মন্ত্রের জায়গায় তাঁকে উলটোপালটা কথা আওড়াতে বলেন। যা আপাতত মন্ত্র মনে হলেও বিয়ের মন্ত্র কখনওই নয়।

জানা যায়, ছবিতে বিয়ের দৃশ্যটি নাকি একাধিকবার শুট করা হয়েছে। তাঁরা কেউই বিয়ের সিনে অভিনয় করতে রাজি ছিলেন না। ছবিতে বিক্রান্তকে দেখা যাবে সঞ্জয় লাল সিংয়ের চরিত্রে। কীর্তির চরিত্রের নাম অদিতি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় বিনয় পাঠক, গৌহর খান, সুমিত সুরি, বিনীত কুমারের মতো অভিনেতারা।

আরও পড়ুনখুল্লামখুল্লা পার্নোকে বই লেখার কথা কেন বলেন মিমি!

 

Next Article