Tapsee Pannu: ৮ বছর বয়সে দেখা কোন স্বপ্ন সত্যি হল তাপসীর? জানালেন ঘটা করে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 09, 2021 | 9:43 PM

বড় পর্দার জন্য এক বিশেষ ব্যক্তির বায়োপিকে কাজ করছেন তাপসী। সেই নিয়ে বেশ কিছু সময় অনুশীলনও করেছেন তিনি।

Tapsee Pannu: ৮ বছর বয়সে দেখা কোন স্বপ্ন সত্যি হল তাপসীর? জানালেন ঘটা করে
তাপসী পান্নু

Follow Us

ভারতীয় ক্রিকেটার মিতালী রাজের জীবন ও কেরিয়ারকে কেন্দ্র করে ছবি হচ্ছে। ছবির নাম ‘সাবাস মিতু’। সেই ছবিতে মিতালীর চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। পরিচালনায় বাংলার সৃজিত মুখোপাধ্যায়। ছবির শুটিং শেষ হল। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট পরিচালক ও অভিনেত্রীর।

মহিলাদের ক্রিকেট নিয়ে তেমন চর্চায় ছিল না দেশবাসী। কিন্তু মিতালী রাজ, ঝুলক গোস্বামী, হারলিন দেওলের মতো ক্রিকেটারদের জন্যই ভারতীয় মহিলা ক্রিকেটের নাম উজ্জ্বল হয়েছে বিশ্বের কাছে। ইতি মধ্যেই মিতালী ও ঝুলনকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। মিতালী রাজের বায়োপিকে তাপসী পান্নু। ঝুলন গোস্বামীর বায়োপিকে অনুষ্কা শর্মা।

শুটিংয়ের ব়্যাপআপের পরে একটি সুন্দর পোস্ট করেছেন তাপসী। অনেকদিন থেকেই মিতালীর চরিত্রকে আত্মস্থ করছেন তাপসী। নিয়মিত ক্রিকেট খেলেছেন তিনি। মনকে তৈরি করছেন একজন ক্রিকেটারের মতো করেই। পোস্টে তিনি লিখেছেন, “৮ বছর বয়সের ছিলাম, যখন একটা স্বপ্ন দেখেছিলাম। একদিন এরকমও আসবে, যখন ক্রিকেট খেলাটা কেবল পুরুষদের হয়ে থেকে যাবে না। আমাদেরও একটা টিম হবে। আমাদেরও একটা পরিচিতি হবে। ‘উওম্যান ইন ব্লু’। আমরা আসছি। তাড়াতাড়ি আসছি।”

প্রথমে ঠিক হয়েছিল ‘সাবাস মিতু’ পরিচালনা করবেন রাহুল ঢোলাকিয়া। কিন্তু মাঝপথেই পরিচালক বদল হয়ে যায়। পরিচালনার দায়িত্বে আসেন সৃজিত। খুব মন দিয়ে ছবির কাজ করেছেন তিনি। ছবি নিয়ে TV9 বাংলাকে তিনি আগেই বলেছেন, “ক্রিকেট আমার প্যাশন। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলেছি। ক্রিকেট নিয়ে পড়াশোনাও করেছি। ক্রিকেট নিয়ে বায়োপিক করতে পারাটা বিশাল ব্যাপার। তাপসীর মতো সুঅভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারাটাও একটা বিশাল ব্যাপার।”

কিন্তু এখনই মুম্বই থেকে কলকাতায় আসছেন না সৃজিত। আরও একটি বলি ছবি ‘শের-দিল’-এর জন্য তৈরি হচ্ছেন তিনি।

আরও পড়ুন: Srijit Mukherji: ‘সাবাস মিতু’র শুটিং শেষ হতে না হতেই সৃজিতের নতুন চমক

Next Article