Srijit Mukherji: ‘সাবাস মিতু’র শুটিং শেষ হতে না হতেই সৃজিতের নতুন চমক

ক্রিকেটার মিতালী রাজের জীবনকে কেন্দ্র করেই ছবি সাবাস মিতু। এই ছবি নিয়ে এর আগে টিভিনাইন বাংলাকে তিনি বলেছিলেন, “ক্রিকেট আমার প্যাশন। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলেছি...

Srijit Mukherji: 'সাবাস মিতু'র শুটিং শেষ হতে না হতেই সৃজিতের নতুন চমক
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2021 | 5:12 PM

শুরু হয়ে গিয়েছিল শুটিং। তাপসী পান্নুও ব্যাট-বল নিয়ে নেমে পড়েছিলেন বাইশ গজে। পরিচালক রাহুল ঢোলাকিয়াও ছিলেন তৈরি। হঠাৎই মাঝপথে পরিচালক বদল হওয়ায় ‘সাবাশ মিতু’-র পরিচালনার দায়িত্ব বর্তেছিল সৃজিত মুখোপাধ্যায়ের উপর। সেই শুটিং শেষ হয়েছে। তবে ব্যাগপত্তর গুটিয়ে পরিচালক আবারও টলিউড ফিরছেন এমনটা নয়। এক ছবি শেষ হতে না হতেই সৃজিতের ঝুলিয়ে নতুন পালক। ‘শের-দিল’ ছবির পরিচালনার জন্য তৈরি পরিচালক।

প্রসঙ্গত, সৃজিতের এই ছবির ঘোষণা হয়েছিল বছর খানেক আগেই। ছবির মুখ্য ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠি। বিদ্যা বালান অভিনীত শেরনি ছবির সঙ্গে এই ছবিরও প্লট বাঘকে কেন্দ্র করে হলেও স্টোরিলাইন আলাদা, সে কথা আগেই জানা গিয়েছিল। বেগমজান, সাবাস মিতুর পর এই ছবিটি বলিউডে সৃজিতের তিন নম্বর ছবি হতে চলেছে। এ ছাড়াও নেটফ্লিক্সে তাঁর পরিচালিত সিরিজ রে বেশ জনপ্রিয় হয়েছিল।


ক্রিকেটার মিতালী রাজের জীবনকে কেন্দ্র করেই ছবি সাবাস মিতু। এই ছবি নিয়ে এর আগে টিভিনাইন বাংলাকে তিনি বলেছিলেন, “ক্রিকেট আমার প্যাশন। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলেছি। ক্রিকেট নিয়ে পড়াশোনাও করেছি। ক্রিকেট নিয়ে বায়োপিক করতে পারাটা বিশাল ব্যাপার। তাপসীর মতো সুঅভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারাটাও একটা বিশাল ব্যাপার।”

সাবাস মিতুর পরিচালনার হাল মাঝপথে ধরেছিলেন সৃজিত। কেন রাহুল সরে গেলেন তা নিয়ে জলঘোলাও হয়েছিল। যদিও রাহুল এক বিবৃতি দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। তিনি লিখেছিলেন, “যে মুহূর্তে আমি চিত্রনাট্য পড়েছি, নিশ্চিত ছিলাম ছবিটা আমিই করব। কিন্তু কোভিড সবকিছু লন্ডভণ্ড করে দিল। এই ছবি প্যাশনের। অনেক স্মৃতি জড়িয়ে রইল।” সরাসরি না থাকলেও সিনেমাটির সঙ্গে তিনি মনে মনে জুড়ে থাকবেন বলেই জানিয়েছিলেন তখন। ছবিটি ওটিটি না বড় পর্দায় মুক্তি পাবে তা এখনও অজানা। তবে শুট শেষের ছবি দিয়ে কাজ করে তিনি যে আনন্দিত সে কথা জানিয়েছেন তাপসীও।