Amitabh Bachchan: ঐশ্বর্যকে দেখলেই মুখ প্রফুল্ল হয়ে ওঠে অমিতাভের; জানিয়েছিলেন জয়া

Aishwarya Rai Bachchan: সম্প্রতি শ্বেতা এবং ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে খুব আলোচনা হচ্ছে। অনেকের ধারণা ননদ-বউদির সম্পর্ক ঠিক আগের মতো নেই। কেউ-কেউ বলছেন, তাঁদের মধ্যে বিবাদ চলছে। কিছুদিন আগে প্যারিস গিয়েছিল তাঁরা। সেখানে কিছু ফটোতে ঐশ্বর্যকে ট্যাগ করেননি শ্বেতা। তাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অমিতাভের ৮১ তম জন্মদিনে জয়া এবং শ্বেতার ছবি ক্রপ করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ঐশ্বর্য।

Amitabh Bachchan: ঐশ্বর্যকে দেখলেই মুখ প্রফুল্ল হয়ে ওঠে অমিতাভের; জানিয়েছিলেন জয়া
বেশ কয়েকদিন ধরেই ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। কারণ একটাই, বিবাহ বিচ্ছেদের জল্পনা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 6:53 PM

অভিষেক বচ্চনকে বিয়ে করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, তাও ১৬ বছর হয়ে গেল। ঐশ্বর্য রাই তাঁর নামের সঙ্গে বচ্চন কথাটি জুড়ে করে নিয়েছেন ১৬ বছর হল। বচ্চন পরিবারের পুত্রবধূ হওয়া সত্ত্বেও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন ঐশ্বর্য। ঐশ্বর্য সম্পর্কে অমিতাভের কী অভিমত, তা তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল ২০১৮ সালে। কিছুক্ষণ চুপ থেকে অমিতাভ বলেছিলেন, “আমার কন্যা শ্বেতা বিয়ের পর যখন বাড়ি থেকে চলে গেল। সেই শূন্যস্থান পূরণ করল ঐশ্বর্য। আমি বলব, এক মেয়ে গেল। আর এক মেয়ে এল।”

পুত্রবধূ প্রসঙ্গে জয়া বচ্চন বলেছিলেন, “ঐশ্বর্য ঘরে ঢুকলেই অমিতজির মুখ প্রফুল্ল হয়ে ওঠে। তিনি খুব আনন্দবোধ করেন। এমন মনে হয় তাঁর মেয়ে বাড়ি এসেছে।” শাশুড়ি-বউয়ের সম্পর্ক কেমন, জানতে চাওয়ায় জয়া বলেছিলেন, ঐশ্বর্যকে, “আমি খুব ভালোবাসি ওকে। কিছু যদি বলার থাকে, ওর মুখের উপর বলি। ওর পিছনে কোনও কথা বলি না। আমি ওর বিরুদ্ধে যাই না। কিংবা রাজনীতি করি না ওর বিরুদ্ধে। একইভাবে ঐশ্বর্যও আমাকে মুখের উপর বলে দেয় ওর মনের কথা।”

অমিতাভের জীবনে অন্যতম দিন ছিল ঐশ্বর্য-অভিষেকের বিয়ের দিন। গোটা মুম্বই শহর প্রত্যক্ষ করেছিল সেই বিয়েকে। এদিকে ১৯৯৭ সালে দিল্লির এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন শ্বেতা। সম্প্রতি শ্বেতা এবং ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে খুব আলোচনা হচ্ছে। অনেকের ধারণা ননদ-বউদির সম্পর্ক ঠিক আগের মতো নেই। কেউ-কেউ বলছেন, তাঁদের মধ্যে বিবাদ চলছে। কিছুদিন আগে প্যারিস গিয়েছিল তাঁরা। সেখানে কিছু ফটোতে ঐশ্বর্যকে ট্যাগ করেননি শ্বেতা। তাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অমিতাভের ৮১ তম জন্মদিনে জয়া এবং শ্বেতার ছবি ক্রপ করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ঐশ্বর্য।