Brahmastra Review: ‘গেম চেঞ্জার হতে পারত ‘ব্রহ্মাস্ত্র’, কিন্তু…’, যা বললেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ
Taran Adarsh: এক কথায় রিভিউ দিয়েছেন তরণ আদর্শ। তাঁর রিভিউয়ে যে শব্দটি বোল্ড অক্ষরে জ্বলজ্বল করছে, তা হল 'DISAPPOINTMENT' । এককথায়, 'হতাশা'।
৯ সেপ্টেম্বর, অর্থাৎ আজই মুক্তি পেল বহু প্রতিক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ‘অস্ত্রভার্স’ নিয়ে অয়ন মুখোপাধ্যায়ের এই ‘সাগা’ দর্শকের নজরে ছিল শুরু থেকে। দীর্ঘ ৫ বছর অতিবাহিত করে ছবিটি তৈরি হয়েছে। মুখ্য ভূমিকায় রণবীর কাপুর। নায়িকা আলিয়া ভাট। এই ছবির শুটিং করতে গিয়েই প্রেম ও পরবর্তীতে বিয়ে করেন রণবীর-আলিয়া। এখন আলিয়া অন্তঃসত্ত্বা। মাস খানেক পরই তাঁর সন্তান ভূমিষ্ঠ হবে। ‘ব্রহ্মাস্ত্র’র ক্ষেত্রে আলিয়া-রণবীরের প্রেমই এই ছবির অন্যতম ইউএসপি হয়ে উঠেছে। ছবি মুক্তির আগে রেকর্ড গড়েছে টিকিট বুকিং। ‘ব্রহ্মাস্ত্র’কে বলা হচ্ছে বলিউডের সবচেয়ে বেশি খরচে তৈরি ছবি। সেখানে গ্রাফিক্সের কাজ রয়েছে প্রচুর। ছবি দারুণ ফল করবে, করোনা পরবর্তী সময়ে পাল্টে দেবে বলিউডের ভবিষ্যৎ, এসবই অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু আদতে কি সেটা বাস্তবায়িত হল? নাকি পুরোটাই কল্পনা হয়ে থেকে গেল। কল্পনাই বটে… তেমনটাই মনে করছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে রিভিউ দিয়েছেন তরণ। দিয়েছেন ‘দুই’ পয়েন্ট। ঘোষণা করেছেন ‘ব্যর্থ’ হিসেবে।
এক কথায় রিভিউ দিয়েছেন তরণ আদর্শ। তাঁর রিভিউয়ে যে শব্দটি বোল্ড অক্ষরে জ্বলজ্বল করছে, তা হল ‘DISAPPOINTMENT’ । এককথায়, ‘হতাশা’। তরণ লিখেছেন,
“এক শব্দের রিভিউ…
‘ব্রহ্মাস্ত্র’ কিং সাইজ় হতাশা… প্রচুর ভিএফক্সের কাজ আছে, কিন্তু বিষয়বস্তু দুর্বল (বিশেষ করে ইন্টারভালের পর)… ‘ব্রহ্মাস্ত্র’ গেম চেঞ্জার হতে পারত, কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে… কেবলই চাকচিক্য রয়েছে, ছবিতে আত্মা নেই…
নিজের রিভিউ জানানোর আগে তরণই ফেসবুকে লিখেছেন, ভারতে ‘ব্রহ্মাস্ত্র’ হল পেয়েছে ৫,০১৯টি। দেশের বাইরে হল পেয়েছে ৩,৮৯৪টি। বিশ্বব্যাপী ৮,৯১৩টি প্রেক্ষাগৃহে রিলিজ় করেছে ‘ব্রহ্মাস্ত্র’…