Sai Pallavi: ‘রামায়ণ’-এর জন্যই কি দক্ষিণ ভারতীয় সাই পল্লবী রণবীর কাপুরের মুম্বই শহরে?

Sai Pallavi in Mumbai: এখন থেকে কি দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের সঙ্গেই কাজ করবেন রণবীর কাপুর। প্রথমে রশ্মিকা মন্দানা, তারপর সাই পল্লবী। কবে রণবীরকেও একটি দক্ষিণী ছবিতে দেখতে পাবেন দর্শক? 'রামায়ণ' ছবিতে 'রাম' রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করছেন সাই পল্লবী। তাঁকে দেখা যাবে সীতার চরিত্রে। এই চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব গিয়েছিল আলিয়া ভাটের কাছে। কিন্তু তিনি 'না' করে দিয়েছেন।

Sai Pallavi: 'রামায়ণ'-এর জন্যই কি দক্ষিণ ভারতীয় সাই পল্লবী রণবীর কাপুরের মুম্বই শহরে?
সাই পল্লবী।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 12, 2023 | 7:39 PM

১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবিটি। সেই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। ছবির টিজ়ার দেখে আলোচনা হয়েছে বিস্তর। দক্ষিণ ভারতীয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। ছবি মুক্তির নানা প্রচার প্রক্রিয়ার ফাঁকে ঘোষিত হয় রণবীরের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘রামায়ণ’। এই ছবিতে রামের চরিত্রে দেখা যাবে রণবীরকে। এবং সীতার চরিত্রে দেখা যাবে আরও এক দক্ষিণী অভিনেত্রীকে। সেই অভিনেত্রীর নাম সাই পল্লবী। সেই ছবির জন্যই নাকি মুম্বইয়ে এসেছেন সাই।

‘রামায়ণ’ ছবির প্রি-প্রোডাকশনের সময় প্রযোজকদের সঙ্গে বচসা হয়েছিল ছবির পরিচালক নীতেশ তিওয়ারির। সেই সময় ছবিটি বন্ধ হয়ে যাওয়ার কথাও শোনা গিয়েছিল। পিছিয়ে আসতে চেয়েছিলেন রণবীর। ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন কেজিএফ-খ্যাত অভিনেতা যশ। তিনিও ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন। সেই সময় আলিয়া ভাটের সীতা চরিত্রে অভিনয় করার কথা ছিল রণবীরের। ছবিকে ঘিরে অনিশ্চয়তার জন্য তিনি ‘না’ করে দেওয়ায় সাই পল্লবীর কাছে অফার যায়। এবং সাই রাজিও হয়ে যান কাজ করতে।

সম্প্রতি মুম্বইয়ে এসেছেন সাই পল্লবী। অনুমান, তিনি নাকি ‘রামায়ণ’-এর প্রস্তুতির জন্যই এসেছেন টিনসেল টাউনে। সাই পল্লবী একজন ডাক্তার। কিন্তু তিনি চিকিৎসক হিসেবে কেরিয়ার তৈরি না করে অভিনয়কেই বেছে নিয়েছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন সাই। সাধারণ জীবনযাত্রা এবং সারল্যের জন্যই বিখ্যাত সাই। তাঁর স্বভাবের মধ্যে আছে প্রতিবাদী সত্ত্বাও। একটি রং ফরসা করার ক্রিমের বিজ্ঞাপনে কাজ করবেন না বলে সরে এসেছিলেন সাই। বলেছিলেন, যে দেশের অধিকাংশ নারীর গায়ের রং কৃষ্ণ, সেই দেশে জোর করে তাঁদের ফরসা করার প্রচেষ্টা ভুল এবং অনুচিত।