Sara-Shubman: ক্যামেরা দেখেই চোখ-কান বুজে দৌড় সারার, নেপথ্যে শুভমন গিল?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Updated on: Feb 07, 2023 | 1:05 PM

Sara-Shubman: সারা ও শুভমনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু কোথা থেকে? গত বছর অগস্ট মাসেই সারা ও শুভমনকে একসঙ্গে দেখা যায়।

Sara-Shubman: ক্যামেরা দেখেই চোখ-কান বুজে দৌড় সারার, নেপথ্যে শুভমন গিল?
চোখ-কান বুজে দৌড় সারার

পাপারাৎজির সঙ্গে সারা আলি খানের সম্পর্ক বেশ ভালই। দেখা হলেই হেসে কথা বলেন, হাতজোড় করে অভিবাদন জানান। কিন্তু এ কী! ক্যামেরা দেখতে পেয়েই হঠাৎই হুড়মুড় করে ছুট্টে পালালেন সারা আলি খান। নেপথ্যে কি রয়েছে শুভমন গিলের হাত? ঠিক কী ঘটেছে? জিমে যাচ্ছিলেন সারা আলি খান। তাঁর পিছু নেন পাপারৎজি। কিন্তু অন্য দিনের মতো হেসে কথা বলা নয়, সারা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যান সেখান থেকে। ‘সারা সারা’ ডাকা সত্ত্বেও থামা তো দূর, সেখান থেকে ছুট্টে পালান তিনি। কী এমন হল? ঘনিষ্ঠ মহলের মতে, যেহেতু কিছু দিন ধরেই তাঁর ও ভারতীয় ব্যাটার শুভমন গিলের সম্পর্ক নিয়ে চর্চা হচ্ছে, সেই আলোচনা এড়াতেই নাকি পাপারাৎজির মুখোমুখি হননি তিনি। তবে এই ভাবে চলে যাওয়ায় ব্যাপক ট্রোলের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। অনেকেরই মতে মেকআপ করে আসেননি বলেই নাকি ক্যামেরার মুখোমুখি হননি তিনি?

সারা ও শুভমনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু কোথা থেকে? গত বছর অগস্ট মাসেই সারা ও শুভমনকে একসঙ্গে দেখা যায়। এক টিকটক ব্যবহারকারীর গোপন ভিডিয়োয় ধরা পড়ে যায় তাঁদের ‘ডিনার ডেট’। সবাই কার্যত চমকেই গিয়েছিলেন। কারণ এর আগে, শুভমনের সঙ্গে নাম জুড়েছিল সচীন তেন্ডুলকরের মেয়ে সারার। এমনকি সার্চ ইঞ্জিন গুগলে সেই সারার ‘স্বামী’ বলে খুঁজলে আসত শুভমন গিলেরই নাম। কিন্তু অগস্ট মাসে সব হিসেব যেন গুলিয়ে যায় আচমকাই। এখানেই শেষ নয়, সোনম বাজওয়ার টক শো’তে হাজির হয়েছিলেন শুভমন। তাঁকে প্রশ্ন করা হয়, এই মুহূর্তে বলিউডে সবচেয়ে ফিট অভিনেত্রী কে? উত্তরে একমুহূর্ত চিন্তা না করেই শুভমন কার নাম নেন জানেন? কার আবার? সারা আলি খানের! এরপরেই কোনও রাখঢাক না করেই সোনম শুভমনকে ছুড়ে দেন সেই প্রশ্ন। জিজ্ঞাসা করেই বসেন, “তুমি কি সারাকে ডেট করছ”? উত্তরে শুভমন বলেন, ‘হয়ত হ্যাঁ, হয়তো না’। এর আগে সারার জীবনে কখনও এসেছেন সুশান্ত সিং রাজপুত আবার কখনও বা এসেছেন কার্ত্তিক আরিয়ান। এবার কি শুভমন? অনুমান জারি…। চলছে নানা আলোচনা।

এই খবরটিও পড়ুন

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla