Aishwarya-Abhishek: বিচ্ছেদ চূড়ান্ত! মা হিসেবে স্বামী অভিষেকের থেকে কত নম্বর পেয়েছিলেন ঐশ্বর্য?
Aishwarya Rai Bachchan As A Mother: বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের। ১৩ বছরের মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নাকি বেরিয়ে গিয়েছেন ঐশ্বর্য। এই মুহূর্তে তিনি রয়েছেন মা বৃন্দা রাইয়ের বাড়িতে। অভিষেকও নাকি আঙুল থেকে খুলে ফেলেছেন বিয়ের আংটি।

বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের। ১৩ বছরের মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নাকি বেরিয়ে গিয়েছেন ঐশ্বর্য। এই মুহূর্তে তিনি রয়েছেন মা বৃন্দা রাইয়ের বাড়িতে। অভিষেকও নাকি আঙুল থেকে খুলে ফেলেছেন বিয়ের আংটি। এই পরিস্থিতিতে বচ্চন পরিবার ও ঐশ্বর্যর মাঝে চলতে থাকা বিবাদ সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে থাকছে। এ দিকে ২০১৭ সালের এক সাক্ষাৎকারে ‘ঐশ্বর্য কেমন মা’, তা জানিয়েছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, “মা হিসেবে ঐশ্বর্যর তুলনাই হয় না কোনও। তিনি দুর্দান্ত এক মা। আরাধ্যাকে দারুণভাবে মানুষ করছেন।”
এই বছরের শেষটা ঐশ্বর্যর জন্য সুখের নয়। রটনা হয়েছে, বিবাদ শুরু হয়েছে তাঁর শ্বশুরবাড়ির সঙ্গে। যে কারণে হয়তো সম্পর্কটাই ভেঙে যেতে পারে ঐশ্বর্য-অভিষেকের। প্রথমে প্যারিসের একটি ফ্যাশন শোতে ঐশ্বর্যকে এড়িয়ে যান বচ্চন পরিবারের অন্যান্য নারীরা। তাঁকে সঙ্গে নিয়ে ছবি তোলা তো দূর, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে ট্যাগ পর্যন্ত করেননি।
এরপর ১১ অক্টোবর অমিতাভের জন্মদিনে ছবি ক্রপ করে, সেই ছবি থেকে শাশুড়ি জয়া বচ্চনকে বাদ দেন ঐশ্বর্য। কেবল মেয়ে আরাধ্যার সঙ্গে শ্বশুরমশাই অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। ১ নভেম্বর ঐশ্বর্যর ৫০তম জন্মদিনে কোনও অনুষ্ঠানই হয়নি জলসায়। সেই দিন মা এবং মেয়ের সঙ্গে জন্মদিন পালন করেছিলেন ঐশ্বর্য। বাবার জন্মদিনেও বাপের বাড়িতেই ছিলেন। অনুষ্ঠানে অভিষেক-ঐশ্বর্য একে-অপরকে এড়িয়ে চলেছিলেন ভীষণরকম।





