Amitabh Bachchan: ‘আমি জেলে যেতে রাজি’, হঠাৎ কেন এমন কথা বললেন অমিতাভ বচ্চন?
Amitabh Bachchan: এরপর ধামা চাপা পড়ে যায় সেই তদন্তে। এরপর এক সাক্ষাৎকারে এসে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, তাঁর পরিবার কীভাবে এই ধরনের পরিস্থিতি সামাল দিয়ে থাকেন। সেলেব মানেই বিতর্ক, তাঁকে ঘিরে নানা মন্তব্য রাতারাতি ভাইরাল হয়ে যায়।

অমিতাভ বচ্চন। জন্ম থেকেই যিনি স্টার। বচ্চন পরিবারের পুত্র বলে কথা। তাই বলে বিতর্ক কখনই তাঁর পিছন ছাড়েনি। আর পাঁচটা অভিনেতার মতই তাঁর জীবনেও উঁকি দিয়েছে একাধিক বিতর্ক। তেমনই এক বিতর্ক ছিল জমি অধিগ্রহণ, শোনা গিয়েছিলেন তিনি নাকি অন্যের জমি অধিগ্রহণ করেছেন। তখনই অমিতাভ বচ্চন প্রকাশ্যে চ্যালেজ ছুঁড়ে জানিয়ে দিয়েছিলেন, তিনি জেলে যেতেও রাজি রয়েছেন, যদি তাঁর দোষ প্রমাণ করা যায়। এরপর ধামা চাপা পড়ে যায় সেই তদন্তে। এরপর এক সাক্ষাৎকারে এসে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, তাঁর পরিবার কীভাবে এই ধরনের পরিস্থিতি সামাল দিয়ে থাকেন। সেলেব মানেই বিতর্ক, তাঁকে ঘিরে নানা মন্তব্য রাতারাতি ভাইরাল হয়ে যায়।
এ ক্ষেত্রে অমিতাভ বচ্চনের পরিবারের ওপর ঠিক কেমন প্রভাব পড়ে? অমিতাভ বচ্চন উত্তরে বলেছিলেন, ”যখন আপনি এক সেলেব পরিবারে জন্ম গ্রহণ করেন, সেখানে জন্ম লগ্ন থেকেই আপনাকে সেলিব্রিটি হিসেবে গ্রহণ করে নেওয়া হয়…। আমি সব সময় বলে থাকি, আমি জন্ম থেকেই পাবলিক ফিগার। আমার বাবার হিন্দি সাহিত্য দুনিয়ায় পরিচিত। আর তাঁরা আমার পরিচয় করিয়েছিলেন মিস্টার বচ্চনের পুত্র হিসেবে। যেখানেই আমি যেতাম, এটাই আমার পরিচয়। আমরা এমনই পরিবেশে বড় হয়েছি। আমরা জানি, কীভাবে সমস্তটা কাজ করে, মানুষ কীভাবে কথা বলে থাকেন, কীভাবে সমালোচনা করে থাকেন, কীভাবে ব্যঙ্গ করে থাকেন। তবে একটা জিনিস ক্ষমার উর্ধ্বে, তা হল তোমার ব্যক্তিত্ব, আমি আমার ছেলেকে সব সময় বলি, তুমি যাই করে থাক না কেন, সবার আগে একজন ভাল মানুষ হও।”
প্রসঙ্গত, রাত পোহালেই তাঁর জন্মদিন। অর্থাৎ ৮০ তম জন্মদিন। ১১ অক্টোবর শাহেনশাহকে শুভচ্ছা জানায় গোটা দেশ-বিদেশের ভক্তরা। শুরু হয়ে যায় মধ্যরাত থেকেই ঘরোয়া সেলিব্রেশন। এদিন তিনি তাঁর ভক্তদের সঙ্গেও দেখা করেন জলসার বাইরে এসে।
