AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev Anand: পকেটমারের পাল্লায় ‘জুয়েল থিফ’? সবটা বুঝতে পেরেও কেন চুপ ছিলেন দেব আনন্দ…

Dev Anand Untold Story: দেব আনন্দ তখন বাংলার দার্জিলিং-এ। প্লেনে করে উড়ে গেলেন দিল্লিতে। সেখানেই আয়োজন করা হয়েছিল ছবির প্রিমিয়ার। গাড়ি থেকে স্টাইলে নামলেন দেব আনন্দ, দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকলেই হইহই করে সেই তালিকায় সামিল হয়ে গেলেন।

Dev Anand: পকেটমারের পাল্লায় 'জুয়েল থিফ'? সবটা বুঝতে পেরেও কেন চুপ ছিলেন দেব আনন্দ...
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 10:16 AM
Share

জুয়েল থিম কিংবা পকেট মার, এই দুই শব্দের সঙ্গেই বলিউড দর্শকেরা বেশ পরিচিত। কারণ দ্য লেজেন্ড স্টার দেব আনন্দের কেরিয়ারের শীর্ষে থাকা দুই ছবি। সাল ১৯৫৬, পকেট মার ছবিতে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। যেমন গল্প, তেমন অভিনয়। না, এখানেই শেষ নয়, বোল্ড ভিলেন লুকে জুয়েল থিফ ছবিতেও নজর কেড়েছিলেন তিনি। কিন্তু জানেন কি? জুয়েল থিম নিজেই এক থিপের অর্থাৎ চোরের কবলে পড়েছিলেন? সাল ১৯৬৯, গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল ছবি জুয়েল থিফ-এর মুক্তির খবর। তখন দেব আনন্দ মানেই সুপার হিট ছবি। ছবির প্রিমিয়ারে তাই ছিল উপচে পড়া ভিড়। একবার প্রিয় তারকাকে চোখে দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে।

দেব আনন্দ তখন বাংলার দার্জিলিং-এ। প্লেনে করে উড়ে গেলেন দিল্লিতে। সেখানেই আয়োজন করা হয়েছিল ছবির প্রিমিয়ার। গাড়ি থেকে স্টাইলে নামলেন দেব আনন্দ, দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকলেই হইহই করে সেই তালিকায় সামিল হয়ে গেলেন। ঘিরে ধরলেন প্রিয় অভিনেতাকে। সকলে মিলে তাঁকে নিয়ে হইচইয়ে যখন মত্ত, তখনই দেব আনন্দ বুঝতে পারলেন, কেউ যেন তাঁর পিছন পকেটে হাত দিয়েছে। তিনি সেখানে হাত দিতেই বুঝতে পারলেন পকেটে নেই তাঁর মানিব্যাগ।

তাতে ছিল মোট ১৫,০০০ টাকা। এক্ষেত্রে বলে রাখা ভাল, সেই সময়ের ১৫,০০০ টাকা মানে বর্তমানের নিরিখে তা দাঁড়ায় প্রায় সাড়ে সাত লক্ষ টাকার সমান। কিন্তু সবটা বুঝতে বেরেও চুপ ছিলেন তিনি। যদিও পরবর্তীতে তিনি বিষয়টা প্রকাশ্যএ এনেছিলেন। জানিয়েছিলেন, এই ভিড়ের মধ্যে কেউ আমার ছবি সেলিব্রেশন করছে, আমার টাকায় আনন্দ পাচ্ছে, এটা আমার কাছে খুব আনন্দের ছিল। আমি সেই মুহূর্তটা নষ্ট করতে চাইনি। কারণ স্টারডার্মের একটি কণাও টাকা দিয়ে কেনা যায় না। তাই আমি সেই মুহূর্তে সেটাকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম।