AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh-Salman: ‘টাইগার’কে বাঁচাতে আসবে ‘পাঠান’! পরিকল্পনা শেষে এবার ফ্লোরে ফিরছেন দুই খান

Tiger shooting: মুম্বইতে বহু প্রতীক্ষিত দৃশ্যের শুটিং করবেন দুই খান। পাঠান ছবিতে ভাইজানের কাছে ঋণী শাহরুখ প্রতিদান ফিরিয়ে দেবেন ‘টাইগার ৩’-এ।

Shahrukh-Salman: 'টাইগার'কে বাঁচাতে আসবে 'পাঠান'! পরিকল্পনা শেষে এবার ফ্লোরে ফিরছেন দুই খান
| Edited By: | Updated on: May 03, 2023 | 12:08 PM
Share

অবশেষে অপেক্ষার অবসান। আবার শুটিং ফ্লোরে একসঙ্গে ফিরছেন টাইগার ও পাঠান। নেপথ্যে টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘টাইগার ৩’। যশরাজ ফিল্মস সূত্রে খবর, আগামী সোমবার অর্থাৎ ৮ মে মুম্বইতে বহু প্রতীক্ষিত দৃশ্যের শুটিং করবেন দুই খান। পাঠান ছবিতে ভাইজানের কাছে ঋণী শাহরুখ প্রতিদান ফিরিয়ে দেবেন ‘টাইগার ৩’-এ।

সিদ্ধার্থ আনন্দ -এর ‘পাঠান’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেই দর্শকের বাহবা কুড়িয়েছিলেন সলমন খান। কেউ কেউ তো পাঠান এর সাফল্যের কৃতিত্ব সলমনকেই দিয়ে ফেলেছিলেন। যদিও ভাইজান নিজে অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন , শাহরুখের সাফল্যে তাঁর কোনও হাত নেই। তবে রাশিয়ানদের হাতে পাঠানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন টাইগার। তাই এবার প্রতিদান ফিরিয়ে দিতে প্রস্তুত পাঠানও।

সূত্রের খবর, মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ টাইগারকে জেল ভেঙে উদ্ধার করবে পাঠান। শুধুমাত্র এই দৃশ্য শুট করার জন্য ৬ মাস ধরে পরিকল্পনা করেছে পুরো টিম। অবশেষে মুম্বইয়ের যশরাজ স্টুডিওতে ৮ মে একসঙ্গে শুটিং করবেন শাহরুখ-সলমন। শুটিং টানা পাঁচ থেকে সাতদিন চলবে। দিওয়ালি ধামাকা হিসেবেই আসতে চলেছে এই ছবি। যশরাজ ক্যাম্প- এর খবর ‘পাঠান’-এর অ্যাকশন সিকোয়েন্সকেও হার মানাতে চলেছে ‘টাইগার ৩’-এর এই দৃশ্য।

‘কিসি কা ভাই কিসি কি জান’ এর বক্স অফিস ব্যর্থতার পর ‘টাইগার ৩’ নিয়ে আশায় বুক বাঁধছে সলমন ক্যাম্প। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর সাফল্যের পর ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এই ছবিতেও দর্শক পেতে চলেছেন তাদের পছন্দের জুটি সলমন-ক্যাটরিনাকে। নেগেটিভ চরিত্রে ইমরান হাশমির উপরেও বাজি রাখছেন অনেকেই। সলমন ঘনিষ্ঠদের দাবি, এই সব কিছুর সঙ্গে বলিউড বাদশার ক্যামিও বক্স অফিসে সাফল্যের চাবিকাঠি পাইয়ে দেবে সলমনকে। প্রমাণ হয়ে যাবে টাইগার অভি জিন্দা হ্যায়। সলমন অভি জিন্দা হ্যায়।