Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh-Sonu: শাহরুখকে এভাবে ঠকালেন সোনু, ভরা সভার মাঝে অস্বস্তিতে কিং খান

Viral Video: পরিণীতি চোপড়ার, তখন ঘটে উল্টো ঘটনা। পরিণীতি চোপড়ার বিষয় নানা কথা বলতে গিয়ে হঠাৎ তাঁকে কিছু করে দেখানোর অনুরোধ করে বসেন শাহরুখ খান। প্রথমে বলেন শুধু হাসলেই চলবে, কিন্তু পরবর্তীতে বলতে শোনা যায়, না, এমনটা নয়। তাঁকে অন্যকিছুও করতে হবে।

Shahrukh-Sonu: শাহরুখকে এভাবে ঠকালেন সোনু, ভরা সভার মাঝে অস্বস্তিতে কিং খান
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 4:11 PM

শাহরুখ খান, বরাবরই বেশ মজা করতেই দেখা যায় তাঁকে সহঅভিনেতাদের সঙ্গে। সে শুটিং সেট হোক কিংবা কোনও সঞ্চালনা, শাহরুখ খান মানেই দর্শকের মুখে হাসি। যদিও সব ক্ষেত্রেই যে তা সঠিক প্রমাণিত হয়েছে এমনটা মোটেও নয়। সামনে যাঁকেই পান, তাঁর সঙ্গেই মজা করার কোনও সুযোগ ছাড়েন না তিনি। কিন্তু একবার তাঁর সঙ্গে উল্টো কাণ্ড করে বসলেন গায়ক সোনু নিগম। ঠিক কী হয়েছিল? শাহরুখ খান ও শাহিদ কাপুর তখন মঞ্চে, এক অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালনায় ব্যস্ত রয়েছেন তিনি। এমনই সময় একে একে বলিউডের নবাগতদের মঞ্চে ডেকে করছিলেন মজা। তালিকায় ছিলেন আয়ুষ্মান খুরানা, ছিলেন সুশান্ত সিং রাজপুতও।

তবে যখন ডাক পরে পরিণীতি চোপড়ার, তখন ঘটে উল্টো ঘটনা। পরিণীতি চোপড়ার বিষয় নানা কথা বলতে গিয়ে হঠাৎ তাঁকে কিছু করে দেখানোর অনুরোধ করে বসেন শাহরুখ খান। প্রথমে বলেন শুধু হাসলেই চলবে, কিন্তু পরবর্তীতে বলতে শোনা যায়, না, এমনটা নয়। তাঁকে অন্যকিছুও করতে হবে। তখন পরিণীতি বলেন, তিনি গান গাইতে পারেন। এরপর সুন্দর একটি গান গেয়ে শোনান তিনি। এরপর তিনি পাল্টা প্রশ্ন করেন শাহরুখ খানকে তিনি কি গান গাইতে পারেন? এরপর সুরেলা কণ্ঠে শাহরুখ খান গেয়ে উঠলেন, সুরজ হুয়া মধ্যম। সকলেই অবাক। তবে তিনি থেমে যেতেও গান থামল না। কারণ একটাই, তিনি তো গানটাই গাইছিলেন না। হঠাৎ সবার সামনে চলে এসেন সোনু নিগম। বুঝিয়ে দিলেন গানটা শাহরুখ গাইছিলেন না। ব্যস্ত, সকলের সামনে লজ্জায় পড়ে গেলেন শাহরুখ খান। তাঁর ব্যবহারে স্পষ্ট হয়ে গেল এমনটা কথা ছিল না। তিনি গোপনে সোনুকে জানিয়েছিলেন, সবটাই ফাঁস হয়ে গেল। যদিও সবটাই ছিল দর্শকদের আনন্দ দেওয়ার জন্য।