Arbaaz Seth Merchantt: আরিয়ানের সঙ্গেই গ্রেফতার হওয়া এই আরবাজ মার্চেন্ট আদপে কে?

ইনস্টাগ্রামে এই মুহূর্তে ৩০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। তিনি অনুসরণ করছে ন ৮৫০ জনকে। তাঁর ফলোয়ারের তালিকায় সাধারণের পাশাপাশি রয়েছেন বেশি কয়েক স্টারকিড।

Arbaaz Seth Merchantt: আরিয়ানের সঙ্গেই গ্রেফতার হওয়া এই আরবাজ মার্চেন্ট আদপে কে?
বাঁ দিক থেকে-- সুহানা, আরিয়ান, অনন্যা ও আরবাজ।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2021 | 12:23 AM

গত তিন ধরেই উত্তপ্ত বলিউড। গ্রেফতার হয়েছেন শাহরুখ পুত্র। মাদককাণ্ডে নাম জড়িয়েছে তাঁর। আরিয়ানের সঙ্গেই আরও যারা মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন তাঁদের মধ্যে বারেবারেই শোনা যাচ্ছে একটি নাম– আরবাজ শেঠ মার্চেন্ট। কে এই আরবাজ? কী করে তাঁর পরিবার? তিনি কি স্টারকিড? আরিয়ানের সঙ্গেই বা তাঁর বন্ধুত্ব হল কী করে? চিনে নেওয়া যাক আরবাজকে…

ইনস্টাগ্রামে এই মুহূর্তে ৩০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। তিনি অনুসরণ করছে ন ৮৫০ জনকে। তাঁর ফলোয়ারের তালিকায় সাধারণের পাশাপাশি রয়েছেন বেশি কয়েক স্টারকিড। আরিয়ানের বোন অর্থাৎ শাহরুখ কন্যা সুহানা ফলো করেন আরবাজকে। সেই তালিকায় রয়েছেন শানায়াকাপুর, ইরফান পুত্র বাবিল ও পূজা বেদীর মেয়ে আলায়া এফ-এর মতো স্টারকিডও।

এই মুহূর্তে আরবাজের বয়স আনুমানিক ২৫। তিনি ও আরিয়ান এক স্কুলে পড়তেন। আরবাজের বাবা একজন আইনজীবী। তাঁদের পারিবারিক কাঠের ব্যবসাও রয়েছে। মুম্বইয়ের মুস্তাফা বাজার অঞ্চলে তাঁদের দোকানও রয়েছে। বাড়ি বান্দ্রাতে। আরবাজের দাদু ছিলেন হাইকোর্টের বিচারক। শোনা যায় আলায়ার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কেও ছিলেন তিনি। স্টারকিডদের সঙ্গে তাঁর নিত্য ওঠাবসা। অনন্যা, সুহানাদের সঙ্গে মাঝেমধ্যেই পার্টি করতে দেখা যায় তাঁকে।

এই মুহূর্তে আরিয়ানের সঙ্গে তিনিও রয়েছেন এনসিবি হেফাজতে। প্রমোদতরীতে তাঁর কাছ থেকেও মাদক পেয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অপরাধ প্রমাণ হলে তাঁর কারাবাস মোটামুটি নিশ্চিত। আচমকাই নিস্তরঙ্গ জীবনে উঠেছে ঢেউ।

আরও পড়ুনDrug Case: টলিউডেও বেপরোয়া ভাবে নেশা! ‘ছেড়ে দিন, ধরা পড়ে যাবেন…’, প্রযোজকের পোস্টে সাবধানবাণী

আরও পড়ুন: Drug Case: ‘বলিউডের ত্রাস’ এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের স্ত্রী-ও একজন বলি অভিনেত্রীই!