মহম্মদ ইউসুফ খান থেকে দিলীপ কুমার, কেন নিজের নাম পরিবর্তন করেছিলেন অভিনেতা?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 07, 2021 | 11:57 AM

Bollywood actor Dilip kumar: দিলীপ কুমারের পিতৃদত্ত নাম মহম্মদ ইউসুফ খান। কিন্তু সেই নাম অনেকেই জানেন না। কেন নিজের নাম পরিবর্তন করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা?

মহম্মদ ইউসুফ খান থেকে দিলীপ কুমার, কেন নিজের নাম পরিবর্তন করেছিলেন অভিনেতা?
প্রয়াত হয়েছেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। রেখে গিয়েছেন তাঁর অমর কৃষ্টি। রেখে গিয়েছেন তাঁর বংশধরদের। শুধু তিনি এবং তাঁর স্ত্রী সায়রা বানুই নন, অভিনেতার পরিবারের আরও বেশ কিছু সদস্য যুক্ত রয়েছে সিনে দুনিয়ার সঙ্গে। তাঁরা কারা? দেখে নিন...

Follow Us

৯৮ বছরে প্রয়াত হলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। বুধবার সকালে অভিনেতার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আক্ষরিক অর্থেই দিলীপ কুমারের প্রয়াণ মানে একটা যুগের অবসান। তাঁর কেরিয়ার, সাফল্যের খতিয়ান কম চমকপ্রদ ছিল না।

দিলীপ কুমারের পিতৃদত্ত নাম মহম্মদ ইউসুফ খান। কিন্তু সেই নাম অনেকেই জানেন না। কেন নিজের নাম পরিবর্তন করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা? জানা যায়, প্রযোজক দেবিকা রানি তাঁকে নাম বদলানোর অনুরোধ করেন। একই সঙ্গে ১৯৪৪-এ ‘জোয়ার ভাঁটা’ ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের অফার করেন। ‘দিলীপ কুমার: দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো’ বইতে এই ঘটনার উল্লেখ রয়েছে।

ওই বইতে অভিনেতা লিখেছিলেন, ‘দেবিকা রানি বলেছিলেন, ইউসুফ, আমি তোমাকে লঞ্চ করানোর কথা ভাবছি। তুমি যদি স্ক্রিনের জন্য একটা আলাগা নাম গ্রহণ করো, মন্দ হবে না। স্ক্রিনে যে রোম্যান্টিক ইমেজ তোমার তৈরি হবে, তার সঙ্গে ওই নামকেই একাত্ম করতে পারবেন দর্শক। আমার মনে হয়, দিলীপ কুমার নামটা বেশ ভাল। হঠাৎ করেই মনে হল। তোমার ভাল লাগছে?’ অভিনেতার বাবা শোবিজ ইন্ডাস্ট্রিকে একেবারেই পছন্দ করতেন না।

দিলীপ কুমারের অভিনয়ের শুরুর দিন গুলোতে তাঁর বাবা নাকি ছেলের এই পদক্ষেপকে ‘নাটক’ বলে কটাক্ষ করতেন। বাবার সঙ্গে বাক বিতন্ডার পর ১৯৪০-এ পুনের বাড়ি ছেড়ে বেরিয়ে যান অভিনেতা। আর্মি ক্লাবের সামনে একটি স্যান্ডউইচের দোকান চালাতে শুরু করেন। কিন্তু জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে।

মুম্বই যাওয়ার পর ‘বম্বে টকিজ’-এর সঙ্গে যুক্ত হন দিলীপ কুমার। সেখানে অশোক কুমারের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁর কেরিয়ারে অশোক কুমারের বড় ভূমিকার কথা আজীবন স্বীকার করেছেন। অশোক কুমারের সান্নিধ্যে এসে মেথড অ্যাক্টিয়ের সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি।

প্রায় ছয় দশকের বলিউড কেরিয়ার দিলীপ কুমারের। তাঁকে ‘ট্র্যাজেডি কিং’ আখ্যা দেওয়া হত। গোটা কেরিয়ারে প্রায় ৬৫টি ছবিতে অভিনয় করেছেন। দেবদাস (১৯৫৫), মুঘল ই আজম (১৯৬০), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১), কর্মা (১৯৮৬)-র মতো ছবি বলিউডের ইতিহাসে চিরকাল মনে রাখবেন সিনে প্রেমী দর্শক। ১৯৯৮০এ মুক্তিপ্রাপ্ত ‘কিলা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল দিলীপের অভিনয়। ১৯৯৪-এ দাদা সাহেব ফালকে এবং ২০১৫-এ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি।

আরও পড়ুন, ‘চারুলতা দেখে ফোন করেছিলেন দিলীপ কুমার’, স্মৃতিচারণায় মাধবী মুখোপাধ্যায়

Next Article