Vicky-Kartina: একটি ছবিতে এখনও পর্যন্ত কেন একসঙ্গে কাজ করেননি ভিকি-ক্যাটরিনা?

Bollywood Films: ভিকি কাজ করেছেন ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভাটের সঙ্গেও। কিন্তু নিজের স্ত্রীর সঙ্গেই কাজ করা হয়ে ওঠেনি ভিকির। সম্প্রতি তাঁকে দেখা যাবে 'দ্যা গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি' ছবিতে। তাতে ভজন কুমারের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল।

Vicky-Kartina: একটি ছবিতে এখনও পর্যন্ত কেন একসঙ্গে কাজ করেননি ভিকি-ক্যাটরিনা?
এবার ভিকি কৌশলের পালা, তাঁর ছবির প্রচারের আগে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন একাধিকবার।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 4:04 PM

ভিকি কৌশলের পরবর্তী ছবির নাম ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’। ভজন কুমারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যশরাজ প্রযোজনা সংস্থার হিরো হিসেবে ফের একবার পর্দায় মুখ্যচরিত্রে নিজেকে প্রকাশ করতে চলেছেন ভিকি। ছবিকে ঘিরে নানা সাক্ষাৎকারও দিচ্ছেন তিনি। যেহেতু ছবির নাম ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, তাই নিজের জীবন এবং পরিবার সম্পর্কে বেশকিছু প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতা। তবে ভিকির অনুরাগীরা তাঁকে বড় পর্দায় দেখতে চান তাঁর স্ত্রী ক্যাটরিনা কাইফের বিপরীতে।

একটি ছবিতে এখনও পর্যন্ত কেন একসঙ্গে কাজ করেননি ভিকি-ক্যাটরিনা?

এই প্রশ্ন সকলের মনেই। যেমন রণবীর সিংয়ের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন দীপিকা পাড়ুকোন। তেমনটা কিন্তু ঘটেনি ভিকি-ক্যাটরিনার ক্ষেত্রে। ভিকি কাজ করেছেন ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভাটের সঙ্গেও। কিন্তু নিজের স্ত্রীর সঙ্গেই কাজ করা হয়ে ওঠেনি ভিকির। এ ব্যাপারে ভিকি বলেছেন, “আমি জানি আমাকে এবং আমার স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে কতখানি আলোচনা হয়। আমরা কবে একসঙ্গে একটি ছবিতে কাজ করব, তা নিয়ে আগ্রহ রয়েছে দর্শকের মনে। আপনাদের সকলকে এ কথা জানিয়ে রাখি, শুধুমাত্র সেই কারণের জন্য আমরা কোনও ছবিতে সাইন করব না। বরং আমরা সাইন করব এমন একটি ছবিতে, যা আমাদের দু’জনেরই ভালো লাগে এবং চিত্রনাট্য নাড়া দেয়।”

ভজন কুমার হিসেবে ভিকিকে দেখে দারুণ আনন্দ পেয়েছেন ক্যাটরিনা। তিনি স্বামীকে সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ভিকি-ক্যাটরিনা। তার আগে ছিল দীর্ঘদিনের সম্পর্ক। রাজস্থানের একটি প্রাচীন দুর্গে বিয়ে হয়েছিল এই তারকা যুগলের।