‘কলকাতা সব সময় ভালবাসা দিয়েছে’, ‘লস্ট’-এর শুটিংয়ে শহরে ইয়ামি গৌতম
Yami Gautam: আগামী রবিবার থেকে অনিরুদ্ধর ছবির শুটিং শুরু করবেন ইয়ামি। জুলাই মাসে কিছুদিন শুটিংয়ের পর আবার অগস্টে শুটিং রয়েছে তাঁর।
মেরুন রঙা ড্রেস। হাতে ম্যাচিং চূড়ি। কানে লম্বা দুল। কপালের টিপে স্নিগ্ধতা। কালো মাস্কে ঢাকা মুখ। ঠিক এই সাজেই শুক্রবার কলকাতা বিমানবন্দরে নামলেন তিনি। অর্থাৎ বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। অনিরুদ্ধ রায়চৌধুরির পরিচালনায় ‘লস্ট’ ছবির শুটিং করতে শহরে এলেন নায়িকা।
আপাতত কলকাতায় বেশ কিছুদিন থাকবেন ইয়ামি। বিয়ের পর এই প্রথম তিলোত্তমায় পা রাখলেন। বিমানবন্দরে TV9 বাংলাকে ইয়ামি বলেন, “কলকাতা সব সময় আমাকে ভালবাসা দিয়েছে। কাছে টেনে নিয়েছে। খুব ভাল লাগছে। এ বার লম্বা শিডিউল। আশা করছি, সুরক্ষিত থেকে দারুণ শুটিং করতে পারব।”
আগামী রবিবার থেকে অনিরুদ্ধর ছবির শুটিং শুরু করবেন ইয়ামি। জুলাই মাসে কিছুদিন শুটিংয়ের পর আবার অগস্টে শুটিং রয়েছে তাঁর। ছবিতে এক ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করছেন নায়িকা। ছবির একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কিছুদিন আগেই ইয়ামি লিখেছিলেন, “আরও একটি রোমহর্ষক থ্রিলার। আজকের সময়ের তুলনায় অনেকটাই প্রাসঙ্গিক এই গল্প”। ছবিতে ইয়ামি ছাড়াও কাজ করছেন পঙ্কজ কাপুর, রাহুল খান্না, তুষার পাণ্ডের মতো অভিনেতারা।
View this post on Instagram
বাঙালি পরিচালক কলকাতাকেই বেছে নিয়েছেন ছবির বিষয়বস্তু হিসেবে। সেখানে জায়গা করে নিয়েছে তদন্তমূলক কাহিনি। ছবি সম্পর্কে অনিরুদ্ধ বলেন, “একটি একটি ইনভেস্টিগেটিভ ড্রামা। প্রতিশ্রুতি, দায়িত্ববোধ, একে অপরের হাত ধরা ও সহানুভূতির মিশেলে ছবিটা তৈরি করছি। ছবি বানানোর সময় সামাজিক দায়বদ্ধতার কথা সবসময় মাথায় রাখি। চারপাশের পরিবেশের কথা মাথায় রাখি। এক কথায় বলতে, লস্ট একটি ইমোশনাল থ্রিলার।”
গত মাসে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেছেন ইয়ামি। ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো ছবি পরিচালনা করেছেন আদিত্য। ‘ভিকি ডোনার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলি ডেবিউ করেছিলেন ইয়ামি। সে ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। অন্যদিকে ‘উরি’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে জার্নি শুরু করেন আদিত্য। সে ছবি করতে গিয়েই ইয়ামির সঙ্গে বন্ধুত্ব এবং প্রেম। কিন্তু দু’জনেই তাঁদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। সে কারণে তাঁদের প্রেমের খবর ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া কেউ জানতেন না। আবার চুপিসারে বিয়ে খবরও তাঁরা জানানোর আগে পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন, কলকাতায় এলিয়েন, ধরা পড়ল দাদু-নাতির ‘ওয়েভ লেন্থ’-এ!