প্রথম ছবিটি অর্থাৎ ‘ওহ মাই গড’-এর পরিচালনায় ছিলেন উমেশ শুক্লা। অভিনয়ে অক্ষয়ের পাশাপাশি ছিলেন পরেশ রাওয়াল। ছবির সিক্যুয়েল ‘ওহ মাই গড-২’ থেকে বাদ পড়ে গিয়েছেন পরেশ। তাঁর পরিবর্তে ‘ওহ মাই গড-২’তে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি। এ খবর নতুন নয়। অক্ষয় ‘ঈশ্বর’-এর ভূমিকায় অভিনয় করছেন। তবে এই ছবির আরও এক নতুন খবর সামনে এল।
সূত্রের খবর, “‘ওহ মাই গড-২’-তে নারী চরিত্রে অভিনয় করতে চলেছেন সদ্য বিবাহিতা অভিনেত্রী ইয়ামি গৌতম। গল্পটিতে তাঁর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শেষ ছবিতে ঈশ্বরের সঙ্গে একজন মানুষের লড়াই নিয়ে ছিল। এবার নির্মাতারা সামনে এনেছেন পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামি গৌতম এবং অক্ষয় কুমার তিনটি মূল চরিত্র। এক অনন্য গল্পে বুনেছেন ছবির প্লট। তবে সবকিছুই একটু লুকিয়ে রেখেছেন নির্মাতারা।” সূত্রের আরও খবর যে অভিনেত্রী অক্ষয় কুমারের সঙ্গে ‘ওহ মাই গড-২’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন।
জানুয়ারি মাসে এ খবর প্রকাশিত হয়। অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড’-এর সিক্যুয়েল আসতে চলেছে। এও শোনা যাচ্ছিল, নির্মাতারা চেষ্টা চালাচ্ছেন চলতি বছর গ্রীষ্মে শুরু হবে শুটিং। কিন্তু কোভিডের কোপে পড়ে গোটা বলিউড ইন্ডাস্ট্রি। করোনার দ্বিতীয় ঢেউ এবং তারপর এপ্রিল মাসে লকডাউনের জেরে সব শুটিং বন্ধ হয়ে যায়। গোটা টিম একের পর এক মিটিং এবং স্ট্র্যাটিজি প্ল্যানের মাধ্যমে ছবিটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যায়। আপাতত ফিল্ম সংক্রান্ত গোটাটাই নিশ্চিত হয়ে গিয়েছে এবং বিষয়গুলো বেশ তাড়াতাড়ি এগচ্ছে।
সূত্রের খবর, “তাঁরা যদি ‘ওএমজি-২’ কেবলমাত্র এটি একটি ব্র্যান্ড বলে তৈরি করতে চাইতেন, তাহলে এখনও অবধি ৫টি ‘ওএমজি’ তৈরি হয়ে যেত তবে টিম বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে বিশয়টিকে দেখছে এবং তা-ই তাঁরা যখন গল্পটি নিয়ে পুরোপরিভাবে সন্তুষ্ট তখনই ‘ওএমজি-২’ করার সিদ্ধান্ত নেয়। এই ছবি প্রথম ছবিটির ঠিক এক দশক পরে মুক্তি পেতে চলেছে, ”
সম্প্রতি ‘উরি’ খ্যাত পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইয়ামি গৌতম ।