আর্থিক তছরুপের অভিযোগে বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমকে ডেকে পাঠাল ইডি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ FEMA লঙ্ঘন করেছেন ইয়ামি। আজ শুক্রবার ইয়ামির কাছে সময় পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে বয়ান রেকর্ড করার জন্য ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ইয়ামিকে।
সূত্রের খবর, এই নিয়ে দ্বিতীয়বার ইডির সমন পেলেন ইয়ামি। এর আগেও তাঁর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। ফলে তিনি আগে থেকেই ইডি কর্তাদের নজরদারিতে রয়েছেন। বেসরকারি ব্যাঙ্ক থেকে সন্দেহজনক বৈদেশিক আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।
Mumbai: Enforcement Directorate (ED) summons actor Yami Gautam, asking her to appear before them next week to record her statement in connection with alleged irregularities under FEMA (Foreign Exchange Management Act).
(File photo) pic.twitter.com/orR0zzk2nn
— ANI (@ANI) July 2, 2021
গত মাসে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেছেন ইয়ামি। ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো ছবি পরিচালনা করেছেন আদিত্য। ‘ভিকি ডোনার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলি ডেবিউ করেছিলেন ইয়ামি। সে ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। অন্যদিকে ‘উরি’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে জার্নি শুরু করেন আদিত্য। সে ছবি করতে গিয়েই ইয়ামির সঙ্গে বন্ধুত্ব এবং প্রেম। কিন্তু দু’জনেই তাঁদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। সে কারণে তাঁদের প্রেমের খবর ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া কেউ জানতেন না। আবার চুপিসারে বিয়ে খবরও তাঁরা জানানোর আগে পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
বিয়ের ঠিক পরেই ইডির সমন আসায় চিন্তায় ইয়ামির ঘনিষ্ঠরা। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী।
আরও পড়ুন, প্রতি পোস্টে তিন কোটি টাকা! তাও ২৭ নম্বরে প্রিয়াঙ্কা চোপড়া