Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yaariyan 2: মহা বিপাকে যশের হিন্দি ছবি ‘ইয়ারিয়ান ২’, দায়ের হল দ্বিতীয় এফআইআর

Yaariyan 2: হিন্দি ছবির দুনিয়ায় পা রেখেছেন যশ দাশগুপ্ত। তাঁর ছবি 'ইয়ারিয়ান ২' মুক্তি পাবে আর কিছু দিনের মধ্যেই। তবে এরই মধ্যে বিপাকে ছবির ভবিষ্যৎ।

Yaariyan 2: মহা বিপাকে যশের হিন্দি ছবি 'ইয়ারিয়ান ২', দায়ের হল দ্বিতীয় এফআইআর
বিপাকে যশের হিন্দি ছবি 'ইয়ারিয়ান ২',
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 6:18 PM

হিন্দি ছবির দুনিয়ায় পা রেখেছেন যশ দাশগুপ্ত। তাঁর ছবি ‘ইয়ারিয়ান ২’ মুক্তি পাবে আর কিছু দিনের মধ্যেই। তবে এরই মধ্যে বিপাকে ছবির ভবিষ্যৎ। এই নিয়ে দ্বিতীয় বার এফআইআর দায়ের হল টিম ‘ইয়ারিয়ান’-এর বিরুদ্ধে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে SGPC ওরফে শিরোমণী গুরুদদ্বার পরভন্ডক নামক একটি সংস্থা। ভারতীয় দন্ডবিধির ২৯৫- এ ধারায় ছবিটির প্রযোজক ভূষণ কুমার, পরিচালক রাধিকা রাও, বিনয় সাপ্রু ও অভিনেতা মিজান জাফরির বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

এ প্রসঙ্গে এসজিপিসির তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “শিখ ধর্মের আবেগে আঘাত করেছে এই ছবির নির্মাতারা। ক্লিন শেভ এক অভিনেতা (মিজান জাফরি)কে ‘কিরপন’ ব্যবহার করতে দেখা গিয়েছে। ছবিতে হোক বা যেখানেই, শিখদের সংস্কৃতি, জীবনযাত্রা নিয়ে এ হেন ছেলেখেলা একেবারেই মেনে নেওয়া সম্ভব নয়। শিখদের বিশ্বাসকে অমর্যাদা করেছেন ওঁরা নিজেদের স্বার্থে। সরকারের কাছে আমাদের অনুরোধ অবিলম্বে যেন ওই সব দৃশ্যগুলি বাদ দেওয়া হয়। শুধু তাই নয়, নেটদুনিয়ায় যদি ওই দৃশ্য ঘুরে বেড়ায় তবে তাও যেন যে কোনও প্রকারে নামিয়ে নেওয়া হয়।”

এর আগে এই একই কারণে শিখ তালমেল সংস্থাও নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। যদিও নির্মাতাদের দাবি, ছবিতে মিজানের হাতে যে জিনিসটি রয়েছে তা শিখদের আবেগে মাখা কিরপন নয়, তা আদপে খুকরি, যা মূলত নেপালিরা ব্যবহার করে থাকেন। যদিও এই তত্ত্ব মানতে নারাজ শিখ ধর্মাবলম্বীদের নানা সংস্থা।