নেপোটিজম বিরোধীরাই শাহরুখ, করিনার সন্তানদের ছবি দেখতে চান: ফারহা খান

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 30, 2021 | 8:53 PM

Farah Khan: নেপোটিজম থেকে ট্রোলিং - সবেরই অকপট উত্তর দিয়েছেন কোরিওগ্রাফার-পরিচালক।

নেপোটিজম বিরোধীরাই শাহরুখ, করিনার সন্তানদের ছবি দেখতে চান: ফারহা খান
ফারহা খান- ১৯৬৫-এর ৯ জানুয়ারি জন্ম। প্রায় ৮০টির বেশি হিন্দি ছবিতে ১০০টির বেশি নাচে কোরিওগ্রাফি করেছেন তিনি। ঝুলিতে পুরস্কারের সংখ্যাও নেহাত কম নয়।

Follow Us

এবার আরবাজ খানের শোয়ে অতিথি হয়ে এসেছেন ফারহা খান। বিশেষ এপিসোডের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেখানে নানা বিষয়ে কথা বলেছেন ফারহা। নেপোটিম থেকে ট্রোলিং – সবেরই অকপট উত্তর দিয়েছেন কোরিওগ্রাফার-পরিচালক।

ফারহা শোতে এসে জানিয়েছেন, তাঁর ‘তিস মার খান’ ছবিটি নিয়ে যাঁরা তাঁকে ট্রোল করেছেন, তাঁদের অনেককেই ব্লক করেছেন তিনি। বলেছেন, “১০ বছর হয়ে গিয়েছে, এবার তো অনন্ত আগে এগিয়ে চলুন।” ১০ বছর আগে ‘তিস মার খান’ মুক্তি পায়। ছবিটি তেমন সাফল্য পায়নি। কিন্তু তাই নিয়ে এখনও নাকি মানুষ কথা শোনায় ফারহাকে। তিনি বলেছেন, “যাদের কাছে ফোন আছে, সেই ক্রিটিক, সিনেমা সম্পর্কে সেই ব্যক্তি সব জানে।”

শোতে ট্রোলারদের বিরুদ্ধে একহাত নিয়েছেন ফারহা। বলেছেন, “আমি যদি হ্যালো বলি ট্রোলাররা বলবে আমি নমস্তে কেন বললাম না, কিংবা সালাম কেন বললাম না।” একবার নাকি এক ট্রোলার তাঁর সন্তানদের সম্পর্কে লিখেছিল। প্রশ্ন তুলেছিল, ফারহার সন্তানরা কেন এত রোগা। তাকেও একহাত নিয়েছিলেন ফারহা। বলেছিলেন, “আপনি আপনার সন্তানদের খেয়াল রাখুন, আমি আমার সন্তানদের খেয়াল রাখছি।”

আরবাজের শোতে ট্রোলারদের সরাসরি হিপোক্রিট বলেছেন ফারহা। জানিয়েছেন, তিনি তাদের সিরিয়াসভাবে একেবারেই নেন না। তাদের বাতিলের দলেই রেখে দিতে পছন্দ করেন। নেপোটিজম নিয়েও মুখ খুলেছেন ফারহা। বলেছেন, “নেপোটিম নিয়ে অনেকে অনেক কথা বলেন। কিন্তু আমার দেখে অবাক লাগে তাঁরা আবার শাহরুখ, করিনার ছেলেমেয়েদের ছবিও দেখতে চান।”

আরও পড়ুনস্বামী রাজ কুন্দ্রার থেকে আলাদা হচ্ছেন শিল্পা?

আরও পড়ুনকোন সুন্দর খবরে দিন শুরু হল সুদীপ্তার?

Next Article