বাজারে বং গাই-এর নতুন মার্চেন্ডাইজ
শুভঙ্কর চক্রবর্তী: বাংলার এক নম্বর ইউটিউব স্টার (Bong guy)। ইউটিউবে ৩.১ মিলিয়ন ফলোয়ার্স। ফেসবুক-ইনস্টা মিলিয়ে আরও চার। কিরণ দত্ত নিজে একাই একশো। সম্প্রতি বিজ্ঞাপনেও অভিনয় করলেন কিরণ দত্ত (Kiran Dutta)। নাট্যভিনেতা দেবশঙ্কর হালদারও ছিলেন তাতে। তাঁর নতুন মার্চেন্ডাইজ নিয়ে আপাতত কিরণ ভীষণ ব্যস্ত । কিছুদিন আগেই ‘দ্য বং গাই শপ’ (thebonguyshop.com) নামে এক শপিং সাইট […]
‘ঢং করো ঢং’—কিরণের ঠোঁটের ট্রেন্ডিং ডায়ালগ এখন টিশার্টে ব্যবহৃত কোটেশন। সম্প্রতি ক্রেতাদের কিছু ছবিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশানে লেখেন, ‘সবার ছবি দিতে পারলাম না কিন্তু সবাইকেই ওহ কি লাগছে। thebonguyshop.com কে এতো ভালোবাসার জন্য ধন্যবাদ।’
ফোনে ধরা হলে কিরণ (Bong guy) (Kiran Dutta) বলেন, “দেশ-বিদেশের সব নামকরা ইউটিউবার, যেমন পিউডি পাই বা ভুবন বাম অনেক আগে থেকে নিজস্ব মার্চেন্ডাইজ লঞ্চ করে ফেলেছেন। আমিও ভেবেছিলাম করব, কিন্তু হয়ে ওঠেনি। তারপর ভাবলাম শুরু করে ফেলি,” কেমন হচ্ছে বিক্রি? “সবে ‘ঢং করো ঢং’ টিশার্ট প্রিন্ট হয়েছে, সেটার বেশ ভাল রেসপন্স, এরপর আরও কিছু নতুন কোটেশনে কাজ শুরু হয়েছে। দেখা যাক।”
আরও পড়ুন: গুগল ফোটোজ-এ ছবি রাখতে গুনতে হবে টাকা
হাফহাতা টিশার্টের দাম রাখা হয়েছে ৪৯৯ টাকা। পাঁচটি রঙে পাওয়া যাচ্ছে ‘বং গাই’-এর টিশার্ট।
বাংলার সেলিব্রিটিদের নিজস্ব মার্চেন্ডাইজ না থাকলেও তবে বলিউডের প্রথম সারির বহু তারকার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডস রয়েছে। হৃতিক রোশন (এইচআরএক্স), সলমন খান-এর (বিয়িং হিউম্যান), দীপিকা পাড়ুকোন (অল অ্যাবাউট ইউ), অনুষ্কা শর্মাদের (নাশ) ফ্যাশন ব্র্যান্ডগুলো বেশ চর্চিত বলি পাড়ায়।