বাঙালি মা, ঠাকুর পরিবারের রক্ত শরীরে; বাংলা জানেন না, সইফ রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছেন অনুবাদে
Rabindranath-Saif-Sharmila: শর্মিলা বাংলায় সাবলীল। সত্যজিৎ রায়ের 'অপুর সংসার' থেকে শুরু করে 'দেবী'... অভিনয় করেছিলেন শর্মিলা। ছোটবেলায় ১৩ বছর বাংলা মিডিয়াম স্কুলে লেখাপড়া করেছিলেন। বাঙালি হওয়ার গর্ব রয়েছে তাঁর মধ্যে। কিন্তু তাঁর সন্তানেরা? শর্মিলার সন্তান সোহা এবং সইফ কি বাংলা বলতে পারেন?
রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার থেকে আসেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের মেয়ে শর্মিলা। রবীন্দ্রনাথ এবং তাঁর পরিবার ব্রহ্মণ হয়ে গেলেও শর্মিলাদের পরিবার ব্রাহ্মণই ছিলেন। তাঁদের পরিবারের সকলেই খুব ভাল ছবি আঁকতেন। শর্মিলার বিয়ে হয় নবাব পরিবারে। মনসুর আলি খান পাতৌদিকে বিয়ে করেছিলেন শর্মিলা। মনসুর এক বিখ্যাত ক্রিকেট তারকা। অগাধ লেখাপড়া। শর্মিলা শিক্ষিতা এবং অভিনেত্রী। প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল দুই তারকার মধ্যে। মুসলমান পরিবারে বিয়ে হওয়ার পর ধর্ম পরিবর্তন করেছিলেন শর্মিলা এবং তাঁর নাম হয় আয়েশা বেগম।
শর্মিলা বাংলায় সাবলীল। সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ থেকে শুরু করে ‘দেবী’… অভিনয় করেছিলেন শর্মিলা। ছোটবেলায় ১৩ বছর বাংলা মিডিয়াম স্কুলে লেখাপড়া করেছিলেন। বাঙালি হওয়ার গর্ব রয়েছে তাঁর মধ্যে। কিন্তু তাঁর সন্তানেরা? শর্মিলার সন্তান সোহা এবং সইফ কি বাংলা বলতে পারেন? একটি সাংবাদিক সম্মেলনে শর্মিলা জানিয়েছেন সেই কথা।
খানিকটা আক্ষেপের সুরেই শর্মিলা বলেছিলেন, “আমার মধ্যে বাঙালি সত্ত্বা কোনওদিনই চলে যাবে না। আমি বাংলা বলি, পড়তে পারি এবং বাংলা নিয়ে চর্চাও করি। আমি বাংলা ছবিতে কাজ করেছি। বাংলা মাধ্যমে স্কুলে পড়াশোনা করেছি ১৩ বছর। কিন্তু আমার সন্তানের তেমনটা হয়নি। যতটা হওয়ার দরকার ছিল ততটা হতে পারেনি। আমার কন্যা সোহা বাংলা ছবিতে কাজ করেছে। ও বাংলা বলতে পারে, বুঝতে পারে। কিন্তু সইফ একেবারেই পারে না।”
শর্মিলা এও জানিয়েছে, সইফ রবীন্দ্রনাথ পড়েছেন। তিনি রবীন্দ্রনাথের বেশ ভক্ত। কিন্তু বাংলা বলতে, পড়তে এবং লিখতে না জানার কারণে সইফ রবীন্দ্রনাথ পড়েছেন ইংরেজি অনুবাদে।