আবার কবে একই ফ্রেমে ফিরবেন জিৎ-কোয়েল? সবটা খোলসা করলেন নায়িকা
কোয়েল নিজে একটা প্রযোজনা সংস্থার অংশ। জিতের নিজের প্রযোজনা সংস্থা রয়েছে। তাঁরা কেন একে-অপরকে ফোন করে নিজেদের মধ্যে আলোচনা করে একটা ছবি করছেন না? প্রশ্ন শুনে কোয়েল হেসে বলেন...

টলিপাড়ার তিন সবচেয়ে চর্চিত জুটি প্রসেনজিত্-ঋতুপর্ণা, জিত্-কোয়েল আর দেব-শুভশ্রী। প্রসেনজিত্-ঋতুপর্ণা জুটির ‘অযোগ্য’ মুক্তি পেয়েছে গত বছর। দেব-শুভশ্রী জুটির ছবি ‘ধূমকেতু’ আসছে অগস্টে। কিন্তু জিত্-কোয়েল জুটির ছবি কবে আসবে? TV9 বাংলার এই প্রশ্নের উত্তরে কোয়েল বললেন, ”আমারও প্রশ্ন এটা। প্রযোজক-পরিচালকদের জিজ্ঞাসা করছি, কবে এরকম ছবি হবে। আসলে যেরকম চরিত্র আমি করে নিয়েছি, সেটা আর করতে চাই না। যদি অন্যরকম কোনও গল্প আসে, তা হলে অবশ্য়ই করতে পারি।”
কোয়েল নিজে একটা প্রযোজনা সংস্থার অংশ। জিতের নিজের প্রযোজনা সংস্থা রয়েছে। তাঁরা কেন একে-অপরকে ফোন করে নিজেদের মধ্যে আলোচনা করে একটা ছবি করছেন না? প্রশ্ন শুনে কোয়েল হেসে বলেন, ”এরকম হয় নাকি? নিজেরাই আলোচনা করব যে আমাদের নিয়েই ছবি করতে হবে! আসলে নায়ক-নায়িকার জন্য ছবি তৈরি হয় না। একটা গল্পে যদি কোনও নায়ক বা নায়িকাকে প্রয়োজন পড়ে, তখনই সেরকম ছবি ভাবা হয়।”
এরপর কোয়েল বললেন, তিনি ‘মিতিন মাসি’ সিরিজ করতে যেমন পছন্দ করেন, তেমনই ‘সোনার কেল্লায় যকের ধন’-এর মতো অ্যাডভেঞ্চারের গন্ধমাখা ছবি করতেও তাঁর ভালোলাগছে। মা হওয়ার পর এমন কোনও ছবি করতে পছন্দ করছেন না, যেটা ডার্ক, ডিপ্রেসিং। তবে আগামী দিনে যে আবার রোম্যান্টিক ছবি করতে পারেন, সে কথা বললেন নায়িকা। শুধু জিত্ নয়, দেবের সঙ্গেও কোয়েলের রসায়ন দারুণ। দেব আর কোয়েল একসঙ্গে ছবি করলে, তা নিয়েও উন্মাদনা থাকে তুঙ্গে। তবে জিতের সঙ্গে কোয়েল কবে জুটি বেঁধে বড়পর্দায় ফিরবেন, সেটা জানার জন্য তর সয় না অনুরাগীদের।
