সেদিনের এই খুদেই আজ বিখ্যাত বলিস্টার, বলুন তো কে?
চিনতে পারছেন কে?
গায়ে সেনার পোশাক। মাথায় টুপি। জুম করলে দেখা যায় বুকের কাছে লেখা রয়েছে কর্নেলের নামও। কিন্তু যে জামাটি পরেছে তার বয়স মেরে কেটে পাঁচ। পায়ে আবার কালো বুট। ওভারসাইজড পোশাক লুটোচ্ছে মাটিতে। খুদের কোনও ভ্রুক্ষেপ নেই। সে ক্রমশ এগিয়ে আসছে সামনে, মাথা উঁচু, শিরদাঁড়া সোজা রেখে। ইনস্টাগ্রামে এমনই এক ছবি এখন রীতিমতো ভাইরাল। ছবির ওই ছোট্ট খুদে কিন্তু সাধারণ কেউ নন। বর্তমানে তিনি অন্যতম জনপ্রিয় বলিস্টার। শুধু বলিউডই বা কেন? আরব সাগরের সীমানা পেরিয়ে তাঁর খ্যাতি পৌঁছে গিয়েছে সুদূর হলিউডেও। চিনতে পারছেন কে?
ভারতীয় সেনার যে পোশাক খুদে পড়েছে তা আদপে তাঁর বাবার। বাবা কাজ করতেন ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ পদে। তাঁর এক ভাইও রয়েছে। তিনি ডাক্তার। যে স্টারের কথা বলা হচ্ছে বছর দুয়েক আগে তিনি বিয়েও করেছেন। পাত্র যদিও ভারতীয় নন। তবে বউ-এর পাল্লায় পড়ে করওয়া চৌথ থেকে পঞ্জাবি গানে ভাঙরা… কিছুই বাদ দিচ্ছেন না তিনি।
View this post on Instagram
এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন কার কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন, জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ছোটবেলার এমনই এক ছবি শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। খুব শীঘ্রই প্রকাশ পেতে চলেছে তাঁর বই ‘আনফিনিশড’। সেই বইয়ের প্রসঙ্গ টেনে এনে প্রিয়ঙ্কা লেখেন, “আমার আসন্ন বইয়ের অ্যালবামের একটি ছবি। বাবার এই আর্মি ইউনিফর্ম পরে সারা বাড়ি ঘুরে বেড়াতাম। বড় হতে চাইতাম। বড় হয়ে একদম বাবার মতো হতে চাইতাম আমি। আমার আইডল ছিল আমার বাবা। আগে কেউ যা করেনি তাই করতে চাইতাম। আগে যা কেউ কোনও দিনও খুঁজে পায়নি তাই খুঁজে পেতে চাইতাম। আমি সবসময় প্রথম হতে চাইতাম।”
View this post on Instagram
ছোটবেলার ওই সব চাওয়াগুলোকে একের পর এক পূর্ণ করেছেন পিগি চপস। অভিনেত্রী হিসেবে বিখ্যাত হয়েছেন, অভিনয় করেছেন বিখ্যাত হলিউড স্টারদের সঙ্গেও। গানও গেয়েছেন তিনি। এখন তিনি লেখকের ভূমিকায়। বিয়ের পর থেকে স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন মুলুকই তাঁর বর্তমান ঠিকানা। যদিও এ দেশে আসা-যাওয়া লেগেই থাকে তাঁর। তাঁকে শেষ দেখা গিয়েছে গত বছর মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ। বিপরীতে ছিলেন ফারহান আখতার। ছিলেন বলিউডকে বিদায় জানান জাইরা ওয়াসিমও। বক্স অফিসে হিট হয়নি ওই ছবি। তবে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। খুব শীঘ্রই তাঁকে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে ‘হোয়াইট টাইগার’এ।